Advertisement
০৪ মে ২০২৪
Fire in Kolkata

কলকাতায় আবার অগ্নিকাণ্ড, কয়েক ঘণ্টার চেষ্টায় কালীঘাটের বহুতলে আগুন নিভল

কালীঘাটে একটি বহুতলে আগুন লাগে। ১৪ নম্বর কালীঘাট রোডে ওই বহুতল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।

representative photo of fire

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১০:৫৪
Share: Save:

কলকাতায় আবার অগ্নিকাণ্ড। কালীঘাটে বহুতলে আগুন লাগে। ১৪ নম্বর কালীঘাট রোডে ওই বহুতল। বহুতলের দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়।

গত বৃহস্পতিবার জোড়াবাগান থানা এলাকার নিমতলা ঘাট স্ট্রিটে একটি বাড়িতে আগুন লেগেছিল। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টায় আগুন নেভায়। আগুন থেকে বাঁচতে দোতলার বাসিন্দা এক দম্পতি নীচে ঝাঁপ দেন। আহত হন দু’জন, ৭০ বছরের বৃদ্ধ রামলাল দাস এবং তাঁর স্ত্রী, বছর তেষট্টির বিভা দাস। বৃদ্ধের দু’টি পায়ে আঘাত লেগেছে। বিভার ডান পা ভেঙেছে। সেই ঘটনার কয়েক দিনের মধ্যে আবার শহরে অগ্নিকাণ্ড।

গত মাসে কলকাতার ইলিয়ট রোডের গুদামে আগুন লেগেছিল। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চলতি বছরের মার্চ মাসেও কালীঘাটে আগুন লেগেছিল। কালীঘাট মেট্রো স্টেশনের কাছে একটি হোটেলে আগুন লেগেছিল সে বার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE