চলতি বছর পূর্ণ হচ্ছে পথ চলার অর্ধ শতক। কিন্তু করোনা আবহে তা ঘটা করে পালন না করে অন্য ভাবে উদ্যাপন করতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। জন্মজয়ন্তী পালন করতে ৫০টি পরিষেবামূলক প্রকল্প উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা। কিছু প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কিছু ক্ষেত্রে শিলান্যাস করে কাজ শুরু হবে।
কেএমডিএ-র সূচনা হয়েছিল ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে। কর্তৃপক্ষ জানাচ্ছেন, ২০২০-র ফেব্রুয়ারি থেকে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করে আগামী বছর সুবর্ণজয়ন্তী উদ্যাপনের সমাপ্তি হওয়ার কথা ছিল। সংস্থা সূত্রের খবর, ২০২০ সালে কেএমডিএ-র সুবর্ণজয়ন্তী বর্ষের কথা মাথার রেখে দু’বছর আগে বিশেষ কমিটি গঠন হয়েছিল। ওই কমিটির তরফে পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আবেদনও করা হয়েছিল। তাতে সম্মতি মিলেছিল। কিন্তু করোনা আবহে সেই সমস্ত অনুষ্ঠান বাতিল হয়ে যায়।
সংস্থা সূত্রের খবর, করোনা সংক্রমণের গোড়া থেকেই নতুন প্রকল্প শুরু করা যায়নি। এমনকি পুরনো সমস্ত প্রকল্প যা দ্রুত শেষ করার কথা ছিল, সে সব কিছুই থমকে যায়।