দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি চালিয়ে খুন করার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছিল যাত্রীদের মধ্যে। প্রশ্ন উঠেছিল যাত্রী সুরক্ষা নিয়ে। সে দিকে নজর দিয়ে এ বার ৮০০ জন অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করার কথা ভাবছে কলকাতা মেট্রো। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
দক্ষিণেশ্বরের ঘটনায় প্রশ্ন উঠেছিল, ধারালো অস্ত্র নিয়ে কী করে মেট্রো স্টেশনে ঢোকা ও প্রকাশ্যে খুন করা সম্ভব? নিরাপত্তাকর্মী ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছিল। সংবাদমাধ্যমে সেই সব খবর প্রকাশিত হওয়ার পরে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন মেট্রো কর্তৃপক্ষ। তার পরে সিদ্ধান্ত নেওয়া হয়, অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। জানানো হয়েছে, সিসিটিভির মাধ্যমে যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে আরও নিবিড় ভাবে। যাত্রীদের কাছে ‘নিষিদ্ধ’ দ্রব্য আছে কি না তা খতিয়ে দেখতে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করার পাশাপাশি, যাত্রীদেরও পরীক্ষা করা হচ্ছে। গতিবিধি সন্দেহজনক কি না তাও দেখা হচ্ছে। নজরে এলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
জানানো হয়েছে, মেট্রোতে যাতায়াতের ক্ষেত্রে কী কী নিয়ে যাওয়া যাবে তার তালিকা ইতিমধ্যেই আছে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, বেশির ভাগ যাত্রীই সেই নিয়ম মেনে চলেন। মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার- সহ বিভিন্ন নিয়ম মেনে চলার ক্ষেত্রে ‘সহযোগিতা’ অব্যাহত রাখার আবেদনও জানানো হয়েছে। মেট্রো ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক বলে উল্লেখ করে কর্তৃপক্ষের দাবি, ‘অযথা’ আতঙ্কিত না হওয়ার। যাত্রী নিরাপত্তায় ৮০০ জন অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মনোজিৎ যাদব নামে এক ছাত্রকে ছুরি নিয়ে আক্রমণ করে তারই সহপাঠী রাণা সিংহ। মনোজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে জখম পড়ুয়ার। শনিবার গ্রেফতার হয় অভিযুক্ত। স্টেশনে ঘটে যাওয়া সেই ঘটনা থেকেই ‘শিক্ষা’ নিয়ে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মেট্রো।