Advertisement
E-Paper

নবমী নিশিতে ‘উচ্ছৃঙ্খল আচরণ’, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ১২৭ জন! গত ছয় দিনে ধৃত ৪৭৫

পুলিশ যখন পুজোর ভিড় সামলাতে পথে নেমেছে, তখন বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছেন অনেকে। নিয়ম ভেঙে একটি বাইকে তিন জন সওয়ার হয়েছেন। কেউ ঠাকুর দেখতে বেরিয়ে সহনাগরিকের সঙ্গে অশান্তি করেছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৯:৩১
Arrested By Kolkata Police

নবমীর রাতে কলকাতার একটি মণ্ডপের ভিতর ভিড় সামলাচ্ছে পুলিশ। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ঠাকুর দেখতে বেরিয়ে রাস্তায় অভব্য আচরণ করেছেন কেউ। কেউ আবার মদ্যপান করে চারচাকার গাড়ি বা বাইক ছুটিয়েছেন। কেউ অকারণেই পুলিশ কিংবা সহনাগরিকের সঙ্গে গন্ডগোল করেছেন। কেউ আবার ভিড়ের মধ্যে নিয়ম, আইনের তোয়াক্কা না করে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়া গতিতে গাড়ি ছুটিয়েছেন। বুধবার নবমী নিশিতে এমন উচ্ছৃঙ্খলতার জন্য মোট ১২৭ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার, দশমীর দিন এমনই তথ্য দিল কলকাতা পুলিশ।

বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রাফিক আইন, ১৯৯৩ অনুযায়ী একশোর বেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুজোয় ঘুরতে বেরিয়ে ‘উচ্ছৃঙ্খল আচরণ’ করেছেন, এই অভিযোগে ১২৭ জনকে তারা গ্রেফতার করেছে।

পুলিশ যখন পুজোর ভিড় সামলাতে পথে নেমেছে, তখন বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছেন অনেকে। নিয়ম ভেঙে একটি বাইকে তিন জন সওয়ার হয়েছেন। শুধু নবমীতেই এমন ৩৫৩ জনকে ধরা হয়েছে। মোড়ে মোড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর বিজ্ঞাপন। তা সত্ত্বেও হেলমেট ছাড়া বাইক ছুটিয়েছেন, এমন ১০৮৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ১৭৭ জন ট্রাফিক আইন অনুযায়ী শাস্তি পাবেন। আবার মদ্যপান করে বাইক এবং গাড়ি চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ১৬৭ জন। এ ছাড়াও অন্যান্য কারণে ২০৭ জন নাগরিকের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। সব মিলিয়ে নবমীর দিন তাঁদের আচরণের জন্য শাস্তি পাবেন ১৯৯৩ জন নাগরিক।

চতুর্থী থেকে নবমী পর্যন্ত ‘উচ্ছৃঙ্খল আচরণ’-এর দরুণ ৪৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৮২৭৭ জনের বিরুদ্ধে।

Kolkata Police arrest Durga Puja 2025 Kolkata Puja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy