Advertisement
E-Paper

Solideraty towards Muskan: হিজাব বিতর্কে মুসকানের পাশে শহরের পড়ুয়ারা, মিছিল পথনাটিকা

জানুয়ারি মাসে কর্নাটকের উদুপির কলেজে হিজাব পরিহিত পড়ুয়াদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগ ওঠে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৫

নিজস্ব চিত্র

কর্নাটকের হিজাব বিতর্কে কলকাতার রাস্তায় মিছিল করল একদল পড়ুয়া। পোশাকের ভিত্তিতে মেয়েদের শিক্ষার অধকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন প্রতিবাদকারীরা। শিক্ষার অধিকারের দাবীতে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু হয়। ঢাকুরিয়ায় পথনাটক করেন ওই পড়ুয়ারা। জানুয়ারি মাসে কর্নাটকের উদুপির কলেজে হিজাব পরিহিত পড়ুয়াদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগ ওঠে।

হিজাব বিতর্কের মধ্যেই কর্নাটকে মাণ্ড্য প্রি-ইউনির্ভাসিটির সামনে হাজাব পরা ছাত্রী মুসকানকে ঘিরে একদল যুবকের `জয় শ্রীরাম’ স্লোগান এবং ওই ছাত্রীর `আল্লা হু আকবর’ স্লোগানের ভিডিয়ো নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুসকানের সঙ্গে ঘটা ওই ঘটনা ফ্যাসিবাদের পরিচয় দেয় বলে মনে করছেন প্রতিবাদকারীরা।

মিছিলে পা মেলানো পড়ুয়ারা একাধিক স্লোগান সহ উর্দু ভাষায়-ইনসাফ, আজাদির, ইনসানিয়তের মতো একাধিক শব্দকে প্রতিবাদের প্রতীক হিসাবে ব্যবহার করেন। উর্দুতে সেই সব শব্দ নিজেদের মুখেও লেখেন তাঁরা। স্কটিশ চার্চ, সেন্ট জেভিয়ার্স-সহ কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই মিছিলে শামিল হয়েছিলেন। তাঁরা মনে করেন, জিনস হোক বা হিজাব মেয়েরা নিজেদের পছন্দের পোশাক পরবেন, পোশাকের ভিত্তিতে শিক্ষা অধিকার নির্ভর করতে পারে না। এই সব বিতর্ক সৃষ্টি করে আসলে মেয়েদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

JNU Hijab Row Protest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy