খাস কলকাতায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হল এক যুবককে! সকালে কলকাতার রাজাবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। কে বা কারা ওই ঘটনা ঘটালেন, জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম মেহবুব আলম (৪১)। নারকেলডাঙার বাসিন্দা ওই যুবক পেশায় ফলবিক্রেতা ছিলেন। সোমবার সকাল থেকে রাজাবাজারে নিজের দোকানেই ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে গাড়ি করে কয়েক জন যুবক সেখানে আসেন। দু’পক্ষে কথা কাটাকাটি শুরু হয়। এর পরেই আচমকা ধারালো ছুরি দিয়ে মেহবুবকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দেন অভিযুক্তেরা। প্রকাশ্য রাস্তায় সকলের চোখের সামনেই ঘটনাটি ঘটে। ওই যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে অভিযুক্তেরা তড়িঘড়ি গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন।
আরও পড়ুন:
পরে মেহবুবকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। যেখানে ঘটনাটি ঘটেছে, রাস্তার সেই অংশ ঘিরে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ঠিক কী থেকে ওই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।