Advertisement
E-Paper

উত্তরাধিকারী কে হবেন? সমস্যার সমাধানের দায়িত্ব কাউন্সিলরেরই! দায় না এড়াতে পরামর্শ ফিরহাদের

শুক্রবারের অধিবেশনে নির্মাণ আইন নিয়ে প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘‘কমপ্লিশন সার্টিফিকেট ছাড়া কোনও আবাসন তৈরি করা আইনবিরুদ্ধ! আইন মেনেই সংশ্লিষ্ট প্রোমোটারকে নোটিস পাঠানো হয়।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২১:০১
Mayor Firhad Hakim says councilors are responsible for resolving inheritance issues

কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।

কোনও সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা হলে, তা সমাধান করতে হবে কাউন্সিলরকেই। এই সংক্রান্ত সমস্যায় কাউকে যেন আদালতের দ্বারস্থ হতে না হয়, তা-ও কাউন্সিলরকে দেখতে হবে! এমনই জানালেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ মনে করেন, উত্তরাধিকার সংক্রান্ত সমস্যায় দায় এড়াতে পারেন না সংশ্লিষ্ট কাউন্সিলর। তাঁর কথায়, ‘‘পরিবারের কেউ মারা গেলে, তাঁর উত্তরাধিকারী কে হবেন, তা নির্ধারণ করার দায়িত্ব কাউন্সিলরেরই থাকে। তাঁর পক্ষ থেকেই উত্তরাধিকারীর শংসাপত্র দেওয়া হয়।’’ তার পরই ফিরহাদ অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘‘এখন দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই কাউন্সিলররা সেই দায় এড়িয়ে সাধারণ মানুষকে আদালতের কাছে পাঠাচ্ছেন। আবার আদালত থেকে তাঁদের স্থানীয় কাউন্সিলরের কাছেই পাঠাচ্ছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।’’ মেয়রের কথায়, ‘‘কাউন্সিলরদের উচিত প্রতিটি বিষয় খতিয়ে দেখে, প্রাসঙ্গিক নথি যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা।’’

এ ছাড়াও শুক্রবারের অধিবেশনে নির্মাণ আইন নিয়ে প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘‘কমপ্লিশন সার্টিফিকেট(সিসি)ছাড়া কোনও আবাসন তৈরি করা আইনবিরুদ্ধ! আইন মেনেই সংশ্লিষ্ট প্রোমোটারকে নোটিস পাঠানো হয়।’’ ফিরহাদের স্পষ্ট নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, সিসি ছাড়া কোনও ভাবেই নির্মাণ কাজ সম্পূর্ণ করা যাবে না।

Inheritance Rights FirhadHakim councilor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy