পশ্চিমবঙ্গে ‘ফ্যাসিবাদী’ বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে প্রতিহত করা এবং তৃণমূল কংগ্রেসের ‘গণতন্ত্র হরণে’র বিরুদ্ধে জমি-জীবিকা-গণতন্ত্রের অধিকার রক্ষায় আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে শেষ হল সিপিআই (এম-এল) লিবারেশনের ১৩ তম রাজ্য সম্মেলন। ‘বাংলার বুকে চাই বামপন্থার পুনর্জাগরণ’, এই বার্তাও উঠে এসেছে সম্মেলন থেকে। নৈহাটির ঐকতান মঞ্চে বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে লিবারেশনের রাজ্য সম্পাদক হিসেবে ফের প্রয়াত চারু মজুমদারের পুত্র অভিজিৎ মজুমদারকেই বেছে নেওয়া হয়েছে। সম্মেলন থেকে গঠিত হয়েছে ৬৭ জনের রাজ্য কমিটি। আগে কমিটি ছিল ৬১ জনের। পুরনো কমিটির তিন জন প্রয়াত, অব্যাহতি নিয়েছেন পাঁচ জন। রাজ্য কমিটিতে নতুন মুখ ১৭ জন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে গরিব, শ্রমজীবী মানুষকে উদ্বাস্তু করার ‘চক্রান্তে’র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে সম্মেলন থেকে। কৃষক আন্দোলনের প্রতি কেন্দ্রের মোদী সরকারের ‘বিশ্বাসঘাতকতা’ ও রাজ্য সরকারের ‘প্রতারণা’র বিরুদ্ধে এবং শ্রমকোড বাতিলের দাবিতে সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আগামী ২৬ নভেম্বর কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে যে সমাবেশের ডাক দিয়েছে, তার প্রতি সংহতি জানানো হয়েছে লিবারেশনের সম্মেলনে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)