রাজ্যের উপরে রয়েছে মৌসুমি অক্ষরেখা। ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এই সবের প্রভাবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় তা হবে না।
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তরবঙ্গ, সিকিম থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখা এখন পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে গিয়েছে। সাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তাদের প্রভাবে সাগর থেকে ছুটে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার জেরে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। শনিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। আগামী সোমবার দক্ষিণের সব জেলায় রয়েছে সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্যের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে শনিবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে চলবে ঝড়বৃষ্টি।