কে তাঁর শত্রু, কে তাঁর মিত্র, বলতে কখনও লুকোছাপা নেই মদন মিত্রের। কিন্তু চোয়াল চাপা ক্রুদ্ধ মুখে এমন জোরে ঘুসি মারতে কে কবে তাঁকে দেখেছেন! সৌজন্য তাঁরই ফেসবুক পোস্টে দেওয়া একটি ভিডিয়ো।
হলুদ টি শার্ট, বিস্কুট রঙা কেপ্রি প্যান্ট, হাতে বক্সিং গ্লাভস— নতুন ‘অবতারে’ কামারহাটির তৃণমূল বিধায়ককে দেখে চমকাচ্ছেন সবাই। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে জোরালো মিউজিক। পাঞ্চিং ব্যাগে মেরে চলেছেন মদন। মেরেই চলেছেন। মুখমণ্ডলের অভিব্যক্তিতে জেদের আভাসটা কতটা কষ্টের জন্য আর কতটা অদৃশ্য শত্রুর জন্য বলা মুশকিল। তবে মাঝে একবার ক্যামেরায় লুক দিয়ে এক ঝলক হাসিও দিয়েছেন তিনি।