ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) অজুহাতে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে বিহারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন, তাকে সমর্থন জানিয়ে সেখানে যোগ দিলেন মতুয়া সমাজের ৩০ জন প্রতিনিধি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মতুয়াদের ওই দলটি শুক্রবার বনগাঁ থেকে হাওড়া হয়ে পটনা গিয়েছিল। সেখান থেকে শনিবার ছাপরায় ‘ভোটার অধিকার যাত্রা’য় রাহুলের সঙ্গে প্রায় মিনিট ১৫ কথা বলেছেন তাঁরা। এসআইআর বিরোধিতার পাশাপাশি মতুয়াদের দলটি রাহুলকে জানিয়েছে, তিনি জাতিভিত্তিক জনগণনার যে দাবি তুলেছেন, তাকে সমর্থন করছে তারা। রাহুলকে ‘দাদা’ সম্বোধন করে তাঁকে বাংলায় আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন মতুয়ারা।
প্রসঙ্গত, রাহুলের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য আগে মতুয়াদের এই দলটি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর কাছে গিয়েছিল। অধীর এ দিন বলেছেন, “প্রতিনিধিদলের সদস্যেরা জানিয়েছেন, তাঁরা আনন্দিত ও আশাবাদী। কংগ্রেসের ন্যায়-বিচার ও সমতার প্রতি প্রতিশ্রুতির উপরে তাঁদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। রাহুলের নেতৃত্বে বাংলায় সামাজিক ন্যায়-বিচারের লড়াই আরও শক্তি পাবে।” মতুয়াদের ওই প্রতিনিধিদলটি বলেছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি-র টানাপড়েনের রাজনীতিতে বার বার নিজেদের ব্যবহৃত হতে দেখে তারা তিতিবিরক্ত। এই প্রেক্ষিতে বিজেপির বনগাঁর নেতৃত্ব ওই প্রতিনিধিদলটিকে ‘নকল ভেকধারী মতুয়া’ বলে উল্লেখ করে মনে করিয়ে দিয়েছে, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘে’র সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর তাঁদের দলেরই সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)