Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jhargram

লোকাল ট্রেনের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ ঝাড়গ্রামে

সম্প্রতি রাজ্যের বিভিন্ন শাখায় চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। জেলা কংগ্রেসের দাবি, অবিলম্বে খড়্গপুর থেকে টাটানগর লাইনে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে হবে।

লোকাল ট্রেন চালুর দাবি। নিজস্ব চিত্র।

লোকাল ট্রেন চালুর দাবি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ২০:০৬
Share: Save:

খড়গপুর-হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালু হলেও টাটানগর লাইনে এখনও লোকাল পরিষেবা শুরু হয়নি। এ বার তা নিয়ে আন্দোলনে কংগ্রেস। অবিলম্বে খড়্গপুর টাটানগর লাইনে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে মঙ্গলবার ঝাড়গ্রাম স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে ঝাড়গ্রাম জেলা কংগ্রেস। এর পাশাপাশি স্টেশন ম্যানেজারকে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

প্রায় সাড়ে সাত মাস পর সম্প্রতি রাজ্যের বিভিন্ন শাখায় চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। জেলা কংগ্রেসের দাবি, অবিলম্বে খড়্গপুর থেকে টাটানগর লাইনে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে হবে। ট্রেন পরিষেবা চালু হলে জঙ্গলমহলের বাসিন্দারা যাতায়াত করতে পারবেন খুব সহজেই।

ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ দে জানান, এখন খড়্গপুর-টাটানগর লাইনে একমাত্র স্টিল এক্সপ্রেস চলছে। তাতে শুধু সংরক্ষিত আসনের যাত্রীরাই উঠতে পারছেন। ফলে এই লাইনের সাধারণ যাত্রীদের ভোগান্তি হচ্ছে। অনে‌ককেই প্রতিদিন বাসে করে কাজের জন্য খড়্গপুর-সহ অন্যত্র যেতে হচ্ছে। তাই লোকাল ট্রেন চালু হওয়া খুবই জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhargram Rail Agitation Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE