শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে চাপানউতোর চলছিলই। এই পরিস্থিতিতে পুজোর আগে রামনগরে বন্ধ হয়ে গেল পাঁচটি বরফ কারখানা। শনিবার সকালে রামনগর-১ ব্লকের ফতেপুর এলাকায় ওই কারখানাগুলি দরজায় তালা ঝুলিয়ে দেন মালিকপক্ষ।
স্থানীয় সূত্রের খবর, রামনগর-১ ব্লকের ফতেপুর এলাকায় স্থানীয় কয়েকজনের মালিকানায় পাঁচটি বরফ কারখানা রয়েছে। দিঘা মোহনা থেকে কারখানাগুলির দূরত্ব মাত্র ছয় কিলোমিটার। বছরের আট মাস বরফ উৎপাদন হলেও বছরের বাকি সময়েও কর্মচারীদের বেতন দেওয়া হত বলে কারখানা সূত্রের খবর। কয়েক মাস আগে কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, সে সময় বরফের উৎপাদনে কমিশন ভিত্তিক কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কর্মচারীরা রাজি হচ্ছিলেন না।
এই পরিস্থিতিতে এ দিন সকালে কারখানাগুলিতে পড়ে যায় তালা। কর্মচারীদের অভিযোগ, কারখানা বন্ধ করে দেওয়ার ব্যাপারে আগে কোনও নোটিস দেয়নি মালিকপক্ষ। স্বপন মাইতি নামে এক কর্মচারী বলেন, ‘‘বেশ কিছুদিন ধরে কমিশনের ভিত্তিতে কাজ করার প্রস্তাব দেওয়া হচ্ছিল। কিন্তু তাতে আমরা রাজি হইনি। এ দিন দেখি কারখানা বন্ধ।’’