ভাবভঙ্গিতে যেন হুবহু অনুব্রত মণ্ডল। তবে আসলে তিনি অনুব্রত নন! তিনি ‘মিমিক্রি’ শিল্পী সাজিদ খান। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতর পাশে বসে তাঁরই অঙ্গভঙ্গি অনুকরণ করে দেখালেন সাজিদ। সাজিদের এ হেন প্রতিভায় হাসি চেপে রাখতে পারলেন না খোদ অনুব্রত।
রবিবার বীরভূম জেলার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসেছিলেন অনুব্রত। সেখানেই উপস্থিত হয়েছিলেন সাজিদও। অনুব্রতকে অনুকরণ করে ইতিমধ্য়েই বেশ নাম কামিয়েছেন পেশায় ‘মিমিক্রি’ শিল্পী সাজিদ। রবিবার অনুব্রতের পাশে বসেই তাঁর ভাবভঙ্গিমা হুবহু অনুকরণ করে দেখান তিনি। সাজিদের আয়নায় নিজেকে দেখে বেজায় হাসিখুশি হলেন অনুব্রত। শিল্পীর অনুকরণের মাঝেই মুচকি হাসতে দেখা গিয়েছে তাঁকে। হাসি চেপে রাখতে পারেননি শাসকদলের বোলপুরের কর্মকর্তারাও।