Advertisement
০২ মে ২০২৪
Electrocuted

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর, ফোনে চার্জ দিয়ে গিয়ে বিপত্তি ঘটল শান্তিপুরে

ফুলিয়ার বেলঘরিয়ার শিবতলা পাড়া এলাকার বাসিন্দা তৃষা হালদার (১৩)। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার শিবরাত্রি ব্রত পালন করেছিল ওই ছাত্রী। বাড়ি ফিরে ঘটে বিপত্তি।

A class seven girl student electrocuted to death at Santipur

বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু। প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিপুর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৪
Share: Save:

ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীর। এই ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার বেলঘরিয়া এলাকায়। পুলিশ ওই ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

ফুলিয়ার বেলঘরিয়ার শিবতলা পাড়া এলাকার বাসিন্দা তৃষা হালদার (১৩)। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার শিবরাত্রি ব্রত পালন করেছিল ওই ছাত্রী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকালে পাড়ার শিবমন্দির থেকে বাড়িতে ফেরে তৃষা। এর পর সে মোবাইলে চার্জ দিতে গিয়েছিল বলে জানা গিয়েছে। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই স্কুল ছাত্রী লুটিয়ে পড়ে মাটিতে। পরিবারের লোকজন তড়িঘড়ি, তাকে নিয়ে যাওয়া হয় ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

প্রিয়া হালদার নামে তৃষার পরিবারের এক সদস্য জানিয়েছে, পুজো সেরে বাড়ি ফিরে মোবাইল চার্জ দিতে গিয়েছিল তৃষা। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Electrocuted Electrocuted to death Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE