Advertisement
E-Paper

টুকরো খবর

অনলাইনে ছাত্র ভর্তি নিয়ে কোনও অনিয়ম ঘটেনি। তদন্তের পর শনিবার এমনটাই জানালেন জঙ্গিপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবকুমার ঘোষ। কলেজে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে গত তৃণমূল ছাত্র পরিষদ সোমবার প্রায় দেড় ঘণ্টা ঘেরাও করে রেখেছিলেন অধ্যক্ষকে। তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। অধ্যক্ষ বলেন, “পাঁচ জন ছাত্রকে কলেজে ভর্তি নিয়ে একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল।

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০০:০০

জঙ্গিপুর কলেজে ভর্তি নিয়ম মেনেই

অনলাইনে ছাত্র ভর্তি নিয়ে কোনও অনিয়ম ঘটেনি। তদন্তের পর শনিবার এমনটাই জানালেন জঙ্গিপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবকুমার ঘোষ। কলেজে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে গত তৃণমূল ছাত্র পরিষদ সোমবার প্রায় দেড় ঘণ্টা ঘেরাও করে রেখেছিলেন অধ্যক্ষকে। তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। অধ্যক্ষ বলেন, “পাঁচ জন ছাত্রকে কলেজে ভর্তি নিয়ে একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু তদন্তে দেখা গিয়েছে, ওই ছাত্ররা রসায়নে অনার্স নিয়ে অনলাইনে আবেদন করেই কলেজে ভর্তি হয়েছেন এবং যথারীতি ক্লাসও করছেন। ভুলবশত তাঁদের নাম পদার্থবিদ্যা ও প্রাণিবিদ্যার রেজিস্ট্রেশনের তালিকায় তুলে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। তা সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি পাঠানো হচ্ছে।”

যুবকের দেহ

নিজের বাড়ির বাগান থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় রবিবার সকালে নওদার পটিকাবাড়ির এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম রঞ্জন খান (২৩)। শনিবারে রাতে রঞ্জনবাবুর মা ও বোন এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। এ দিন সকালে জবা গাছের তলায় গলায় মাফলার জড়ানো অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। অভিযোগ ওই যুবককে খুন করা হয়েছে। গত এক বছরে এটি তৃতীয় ঘটনা। অথচ পুলিশ কোনও পদক্ষেপ করছে না। প্রতিবাদে তাঁরা আমতলা-পটিকাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন। জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) লাল্টু হালদার বলেন, “অভিযোগের ভিত্তিতে খুনের মামলা করা হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”

দুর্ঘটনায় জখম

পথ দুর্ঘটনায় জখম হলেন এক মহিলা-সহ সাত জন। রবিবার বিকেলে কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর কান্দি থানার মনোহরপুর এলাকায় বর্ধমানমুখী একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা আহত, অচৈতন্য যাত্রীদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যান। কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যাত্রী মৌদীপা রায় বলেন, “প্রথম থেকে বাসটি খুব ধীর গতিতে চলছিল। কান্দির আগে চালক হঠাৎই গতি বাড়িয়ে দেন। কান্দি পার হয়েই দুর্ঘটনা ঘটল।” বাসের চালক পলাতক।

থানা ঘেরাও

কর্মীদের অনৈতিক গ্রেফতারের অভিযোগ তুলে রেজিনগর থানা ঘেরাও করল জেলা কংগ্রেস নেতৃত্ব। পরে জেলার চার বিধায়ক-সহ তাঁরা স্মারকলিপিও দেন। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহাফুজ আলম ডালিম বলেন, “এলাকায় কংগ্রেস কর্মীদের বেছে বেছে ধরা হচ্ছে। পঞ্চায়েত ভোটের সময় সংঘর্ষ ও খুনের পর থেকে রেজিনগরের একডালা গ্রামের কংগ্রেস কর্মীরা বাড়িছাড়া। পুলিশ কিছুই করছে না। সে কারণেই এই বিক্ষোভ।”

ব্যাঙ্ক ম্যানেজার ধৃত

ঘুষ নেওয়ার অভিযোগে এক রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম হরি ওম শঙ্কর চৌধুরী। বাড়ি পূর্ণিয়া এলাকা। শনিবার রাতে তাঁকে কৃষ্ণনগরের চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি একটি বাড়িতে ভাড়া থাকতেন। বছর দু’য়েক আগে কৃষ্ণনগরের কাছে ওই রাষ্ট্রায়াত্ত ব্যঙ্কের দোগাছি শাখায় যোগ দেন।

চাকদহে ফুটবল

জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত চাকদহ জোনাল সিনিয়র ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল চাকদহ নেতাজী সুভাষ স্টেডিয়ামে। রবিবারের প্রতিযোগিতা ছিল চাকদহ নবীন সঙ্ঘ ও পালপাড়া বিচিত্রা সঙ্ঘের মধ্যে। বিকালে খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি বানী কুমার রায়, রানাঘাটের সাংসদ তাপস মণ্ডল, চাকদহের বিধায়ক রত্না ঘোষ, চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার, চাকদহের পুরপ্রধান দীপক চক্রবর্তী-সহ অন্যান্যরা। পালপাড়া বিচিত্রা সঙ্ঘ ৩-০ গোলে জিতে নেয় ম্যাচ। তাদের তরফে দু’টি গোল করেন তনয় পাল, একটি গোল করেন হীরালাল পাণ্ডে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান শুভ দে। চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক তাপস মণ্ডল। তনয় পাল ২, হীরালাল পাণ্ডে ১। শুভ দে ম্যান অফ দ্য ম্যাচ। চাকদহ ক্রীড়া সংস্থার সম্পাদক অজয় কুমার দে বলেন, “এক সময় এই এলাকা থেকে উঠে এসেছেন বহু নামকরা খেলোয়াড়। এই লিগের মূল উদ্দেশই হচ্ছে আবার সেই মানসিকতা ফিরিয়ে আনা। আমরা চাই আবার ভাল খেলোয়াড় তৈরি হোক এখান থেকে।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy