Advertisement
২১ জুলাই ২০২৪
tmc worker

মু্র্শিদাবাদের হরিহরপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, অভিযোগ অস্বীকার কংগ্রেসের

কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই ওই তৃণমূলকর্মীর উপর গুলি চালিয়েছে বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

গুলিবিদ্ধ তৃণমূল কর্মী।

গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হরিহরপাড়া শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫৭
Share: Save:

মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় গুলি চলল তৃণমূলকর্মীকে লক্ষ্য করে। গুলিতে গুরুতর জখম তাহাউদ্দিন মণ্ডল (লালন)। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা লালনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন। ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে।

হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় লালনের বাড়ি। বুধবার রাতে বাড়ি ফেরার সময় হামলা হয় তাঁর উপর। বাইকে করে এসে ২-৩ জন দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই ওই তৃণমূলকর্মীর উপর গুলি চালিয়েছে বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। তাঁরা জানিয়েছেন, নিজেদের গোষ্ঠী দ্বন্দের জেরে সারা জেলা জুড়ে এ রকম ঘটনা ঘটছে। আর দোষ চাপানো হচ্ছে কংগ্রেসের ঘাড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hariharpara tmc worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE