পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ। প্রতীকী চিত্র।
পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে, এমন অভিযোগ উঠল নদিয়ার ধানতলা থানার কুলগাছি-দরাপপুরে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে এক জনকে গরুচোর সন্দেহে ধরে ফেলেন গ্রামবাসীরা। এর পর ধানতলা থানার পুলিশ ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে গেলে গ্রামবাসীদের রোষের মুখে পড়ে। অভিযোগ, এর পরই গাড়ির সামনে থাকা তিন গ্রামবাসীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় পুলিশ। এই ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের নাম আকাশ রায় (১৫)। এই ঘটনায় দুই গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কিছু দিন ধরে ধানতলা থানার কুলগাছিতে পর পর গরু চুরির ঘটনা ঘটছিল। স্থানীয়দের দাবি, পাশের গ্রামের এক জন যুক্ত গরু চুরি ঘটনার সঙ্গে। সেই অভিযোগে তাঁকে সালিশিতে ডাকা হয়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত স্বীকার করেন যে, তাঁর ছেলে গরু চুরিচক্রের সঙ্গে যুক্ত। খবর পেয়ে কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় ধানতলা থানার পুলিশ। পুলিশ ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। গ্রামবাসীরা দাবি তোলেন, গরু চুরিচক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করতে হবে এবং চুরি যাওয়া গরু ফেরতের ব্যবস্থা করতে হবে। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন আচমকা বিক্ষোভকারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় পুলিশ।
জখম সুমন্ত প্রামাণিক বলেন, ‘‘পুলিশের সঙ্গে আমাদের আলোচনা চলছিল। আমরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। কেউ ভাবতে পারিনি আমাদের বুকের উপর দিয়ে এ ভাবে গাড়ি চালিয়ে দেবে। আমরা কোনওক্রমে পাশ কাটিয়ে যাই। আকাশ অনেক ছোট তাই ওর বুকের উপর দিয়ে চলে যায় গাড়ি।’’ এ নিয়ে রানাঘাট পুলিশ সুপার কে কান্নান বলেন, ‘‘সমস্ত ঘটনার তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy