ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় তা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট শহরের বকুলতলা এলাকায়। রানাঘাটের পাটুলির বাসিন্দা দিলীপকুমার দাস পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। এ দিন তিনি ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকা তুলে বাড়ি যাওয়ার পথে তাঁর থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে যাওয়ার সময় একই কায়দায় ওক মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, একটি অভিযোগ পাওয়া গিয়েছে। তবে ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।