আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে নদিয়ার নাকাশিপাড়ার বীরপুর ২ পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। যদিও বেনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সর্বদলীয় সভা চলছিল দফতরে। সেই সময় অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা পঞ্চায়েত অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। পঞ্চায়েতের কম্পিউটার, ল্যাপটপ, আলমারি-সহ বেশিরভাগ আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আসানুর রহমান শেখ নামে এক বিক্ষোভকারী অভিযোগ করেন, ‘‘আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে পঞ্চায়েত। যাঁদের নাম তালিকায় থাকার যোগ্য তাঁদের নাম নেই। অথচ যাঁদের পাকা বাড়ি আছে তাঁদের নাম রয়েছে তালিকায়।’’
আরও পড়ুন:
-
‘ভয়’ কেটে গেল! তৃণমূলের ১১ পঞ্চায়েত সদস্য তুলে নিচ্ছেন পদত্যাগপত্র, রইলেন বাকি ছয়
-
সংক্রমণের হার বাড়লে কোভিডের মোকাবিলা কী ভাবে? বৈঠকে বসলেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা
-
রাজ্যে চালু হচ্ছে বন্দে ভারত, সপ্তাহে ক’দিন, কত ভাড়া, গতিবেগই বা কত? রইল খুঁটিনাটি
-
কুণালের পাশে সজল, দুই শিবিরের দুই ঘোষের ‘আড্ডা’ নিয়ে প্রতিক্রিয়ায় বিতর্ক উস্কে দিলেন দু’জনেই
যদিও পঞ্চায়েত প্রধান সবিতা সরকার দাবি করেছেন, ‘‘স্বচ্ছ ভাবে, দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করা হয়েছে। সরকারের নির্দেশ মতো যাঁরা অযোগ্য তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরাই অনৈতিক ভাবে পঞ্চায়েত অফিসে ঢুকে আজ ভাঙচুর চালিয়েছে।’’ তাঁর বক্তব্য, ‘‘যাঁরা অনুপযুক্ত তাঁরা ঘর পাবেন না।’’ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। তাঁদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।