মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে মতুয়াদের শুভেচ্ছা-বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ৩০ মার্চ ছুটির কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। সে প্রসঙ্গ উল্লেখ করে বুধবার এক টুইটে মুখ্যমন্ত্রী জানান, দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করার জন্যই রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে।
সোমবারই এক ভার্চুয়াল সভা থেকে মতুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যে ঘটনায় আপ্লুত। প্রধানমন্ত্রীর বার্তাকে স্বাগত জানিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরও।
মুখ্যমন্ত্রীর বার্তা প্রসঙ্গে মমতার এ দিনের প্রতিক্রিয়া, ‘‘ওঁকে অসংখ্য ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।’’