Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Binay Tamang

Binay Tamang: ‘সক্রিয়তা’র বার্তা বিনয়ের, মামলার হুমকিও দিলেন

কিছুদিন আগেই নিজের গোষ্ঠীর মোর্চার সভাপতি এবং প্রাথমিক সদস্য পদ থেকে বিনয় পদত্যাগ করেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ০৬:০১
Share: Save:

প্রায় সপ্তাহ খানেক চুপচাপ থাকার পর হঠাৎ সক্রিয় হলেন পদত্যাগী মোর্চা নেতা বিনয় তামাং।

প্রথমে প্রকাশ্যে না বললেও চার বছর আগের পাহাড় এবং পাহাড়বাসীকে বাঁচাতে তিনি কী করেছিলেন তা ফের মনে করিয়ে দিয়েছেন ঘনিষ্ঠ মহলে। প্রায় তিন সপ্তাহ পর গত দু’দিন ধরে তিনি সক্রিয় সামাজিক মাধ্যমেও। কোন এলাকার কে বা কারা তাঁর পাশে আছেন, সেটা যেমন জানাচ্ছেন, তেমনই কেউ ব্যক্তিগত আক্রমণ করলে আদালতে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন বিনয়। দীর্ঘদিনের সঙ্গী অনীত থাপা ও তাঁর সঙ্গীদের উদ্দেশ্যে খোলা চিঠিও লিখেছেন। পাহাড়ের রাজনৈতিক দল এবং মোর্চা নেতারা বলছেন, কোথাও কোনও ডাক না পেয়ে হতাশা কিংবা কোনও জায়গা থেকে সবুজ সঙ্কেত পেয়ে বিনয় নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। তবে বিনয় এখনও আগামী কর্মসূচি নিয়ে মুখ খোলেননি। তাঁর কথায়, ‘‘সময় মতো সবাইকে ডেকেই সব জানাব। তবে আমি চুপ করে আছি বলে ব্যক্তিগত কুৎসা করবেন না। তথ্যপ্রমাণ ছাড়া কথা বললে প্রয়োজনে আদালতের রাস্তা দেখিয়ে দেব।’’

কিছুদিন আগেই নিজের গোষ্ঠীর মোর্চার সভাপতি এবং প্রাথমিক সদস্য পদ থেকে বিনয় পদত্যাগ করেন। দলে থেকে রাজনৈতিক সমস্যার কথা, তাঁকে রাজনৈতিক ভাবে শেষ করার চক্রান্তের বিরুদ্ধে সরব হন। ওই দিন থেকে বিনয়পন্থী মোর্চা উঠে যাচ্ছে বলে দলের পতাকা বিমল গুরুংকে ফেরতের কথা বলেন। বিমল গুরুং-ও রাতারাতি সব ভুলে বিনয়কে দলে আসার খোলা আহ্বান জানিয়ে দেন। যদিও গুরুংয়ের দলে এই নিয়ে মতবিরোধ রয়েছে। বিনয়ের সঙ্গে তৃণমূলের যোগাযোগের কথা আবার সামনে আসে। সেখানে পাহাড়ের তৃণমূল খুশি না হয়ে অসন্তোষ প্রকাশ করে। দু’টি দরজাই আপাতত বিনয়ের কাছে বন্ধ মনে হয়। তা হলে বিজেপি, জিএনএলএফের মতো দলে যোগ দেওয়া ছাড়া বিনয়ের হাতে নতুন করে সংগঠন, মঞ্চ খোলা ছাড়া জায়গা নেই বলেই মোর্চা নেতারা মনে করছেন।

এই অবস্থায় অনীতের পক্ষের কিছু লোকজন বিনয়ের মানসিক পরিস্থিতি এবং বিদেশি কোনও মহিলার সঙ্গে যোগাযোগ রয়েছে বলে প্রচার করেন বলে অভিযোগ। এতেই ক্ষোভে ফেটে পড়ে শনিবার খোলা চিঠি লিখেছেন বিনয়। তাতে সব কিছুর তথ্যপ্রমাণ চেয়ে আদালতে যাওয়ার কথা বলা হয়েছে। তার পরেই রিশিহাট-ব্লুমফিল্ডের যুব মোর্চা তাঁর পাশে রয়েছে বলে ছবি দিয়ে প্রচার করেন। এর পরেই বিনয় নতুন করে বলেন, ‘‘আমার তৃতীয় অধ্যায় গোর্খা জাতির শক্তি এবং প্রতীক্ষার ফল হতে চলেছে।’’ যা নিয়ে পাহাড়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর অনীত থাপা বলেছেন, ‘‘কে কী বলেছেন জানি না। আমি ব্যক্তিগত কুৎসায় বিশ্বাসী নই। কাজে বিশ্বাসী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bimal Gurung Binay Tamang
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE