Advertisement
১১ মে ২০২৪
Coochbehar

রথ তৈরি কোচবিহারে, যাত্রা সূচনার আগে মদনমোহন মন্দিরে পুজো দেবেন শাহ

বিজেপি সূত্রে অমিতের যে কর্মসূচি জানা গিয়েছে তাতে রাত পোহালেই কোচবিহারের রথযাত্রার সূচনা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ।

অমিত শাহ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৯
Share: Save:

রাজ্য বিজেপি-র তিনটি ‘পরিবর্তন যাত্রা’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সভাপতি জেপি নড্ডা নবদ্বীপ, তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে তার সূচনা করেছেন। এ বার চতুর্থ রথযাত্রার সূচনায় কোচবিহারে আসছেন অমিত শাহ। কিন্তু তার আগে কটাক্ষ করল তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কথায়, ‘‘কোচবিহারে রথে ওঠা একমাত্র মদনমোহনের শোভা পায়।’’

বিজেপি সূত্রে অমিতের যে কর্মসূচি জানা গিয়েছে তাতে রাত পোহালেই কোচবিহারের রথযাত্রার সূচনা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাসমেলা মাঠ থেকে রথযাত্রার সূচনা করবেন তিনি। সেখানে একটি জনসভাও হবে। সেই সঙ্গে কোচবিহার শহরে বিখ্যাত মদনমোহন মন্দিরে পুজোও দেবেন অমিত। বুধবার তার চূড়ান্ত প্রস্তুতি দেখেতে চলে এসেছেন বিজেপি নেতারা। উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্তরা ছাড়াও কোচবিহারে এসেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপি-র রথযাত্রাকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। অমিতের সমাবেশের জন্য মঞ্চ যেখানে তৈরি হচ্ছে সেই রাসমেলা ময়দান সংলগ্ন রাস্তার ধারে বুধবার বিক্ষোভ-সমাবেশ করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। একটি মিছিলও বার হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেই রবীন্দ্রনাথ কটাক্ষ করেন অমিতের রথযাত্রাকে। এর জবাবে স্থানীয় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, ‘‘রবিবাবু নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য। আবার বিজেপি নেতাদেরই গালমন্দ করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Coochbehar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE