ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনে মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন নাকচ করল মালদহ জেলা আদালত।
বুধবার খুনের মামলার শুনানি ছিল মালদহ জেলা আদালতে। ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ। তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। যদিও সেই আবেদন বাতিল করে দেন বিচারক। মৃতের স্ত্রী চৈতালি সরকার আদালতে সাওয়াল জবাব করেন। তিনি বলেন, ‘‘আজ যা শুননি হয়েছে, তাতে নরেন্দ্রনাথ তিওয়ারিকে অন্যতম অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। দ্রুত এই মামলার নিষ্পত্তি চাই আমি।’’
আরও পড়ুন:
গত ২ জানুয়ারি নিজের ওয়ার্ডে গুলিতে খুন হন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল। ওই ঘটনায় মালদহ টাউনের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ-সহ পাঁচ জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।