এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে অতীতে সম্পর্ক ছিল তরুণীর। রাজগঞ্জ সংলগ্ন সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বকশিডাঙা এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এক বান্ধবীর সঙ্গে জল আনতে বেরিয়েছিলেন ওই তরুণী। সেই সময় বাইকে চেপে এসে তাঁর পথ আটকান ওই যুবক। তার পরে ধারালো অস্ত্র দিয়ে তিনি হামলা চালান বলে অভিযোগ। তরুণী মাটিতে লুটিয়ে পড়লে তাঁর বান্ধবী চিৎকার করেন। তা শুনে স্থানীয়েরা এসে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত ওই পাড়ারই বাসিন্দা।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত যুবক এবং তাঁর পরিবারের সদস্যেরা পলাতক। ওই যুবকের ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্ত তরুণীর এক আত্মীয় বলেন, ‘‘ছুরি দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। প্রথমে ঘাড়ে কোপ দিতে চেয়েছিল যুবক। না পেরে মুখে এলোপাথাড়ি কুপিয়েছে।’’