Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নাবালিকাকে যৌন নির্যাতন জামাইবাবুর

তেরো বছরের ওই নাবালিকার বাড়ি তালমাতে৷ স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করে সে৷ নাবালিকার অভিযোগ, গত জুন মাসে শিলিগুড়িতে বিয়ে হওয়া তার পিসতুতো দিদি মারা যায়৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ০১:৫৬
Share: Save:

নাবালিকার ইচ্ছা পড়াশোনা করার৷ কিন্তু অভিযোগ, সেই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এক আত্মীয়র সঙ্গে তার বিয়ে পাকা করে ফেলেন নাবালিকার মা৷ শুধু তাই নয়, বিয়ে পাকা হতেই সম্পর্কে দুঃসম্পর্কের জামাইবাবু সেই আত্মীয় ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ৷ খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই নাবালিকাকে রবিবার থানায় নিয়ে যায়৷ সংগঠনের তরফেই অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷

জানা গিয়েছে, তেরো বছরের ওই নাবালিকার বাড়ি তালমাতে৷ স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করে সে৷ নাবালিকার অভিযোগ, গত জুন মাসে শিলিগুড়িতে বিয়ে হওয়া তার পিসতুতো দিদি মারা যায়৷ এরপর পুজোর নাবালিকার মা তাকে জানায়, তার সঙ্গে পিসতুতো দিদির স্বামীর বিয়ে হবে৷ নাবালিকার অভিযোগ, ‘‘তখনই আমি মাকে জানাই, এই বিয়ে করতে পারব না৷ আমি আরও পড়াশোনা করব৷ কিন্তু মা তাতে রাজি হয়নি৷ এরপর মাঝেমধ্যে ওই জামাইবাবু আমাদের বাড়িতে আসত৷ এবং সপ্তাহ দুয়েক আগে বারবার বারণ করা সত্ত্বেও জোর করে ওই ব্যাক্তি আমাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ৷’’

সূত্রের খবর, তালমা এলাকায় নাবালিকার বিয়ের খবর পেয়ে শনিবার রাতেই ওই বাড়িতে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ৷ তারা বাড়ির লোককে বিয়ে না দেওয়ার জন্য বুঝিয়েও আসেন৷ এরপর এদিন সকালে নাবালিকার বাড়িতে যায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা৷

সংগঠনের সভাপতি প্রশান্ত সরকারের অভিযোগ, তাঁদের মহিলা প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় নাবালিকা জানায়, শুকুরঞ্জন শিকদার নামে তার ওই জামাইবাবু তাকে যৌন হেনস্থা করেছে৷

তিনি বলেন, ‘‘সঙ্গে সঙ্গে আমরা ওই নাবালিকা সহ তার বাবা-মাকে থানায় নিয়ে যাই৷ সেখানে সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ সংগঠনের কর্তারা জানিয়েছেন, পেশায় মোমো বিক্রেতা অভিযুক্তের বয়স প্রায় ৪০বছর৷’’

এদিকে নাবালিকার মা অবশ্য তার বিরুদ্ধে মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগ মানতে চাননি৷

তিনি বলেন, ‘‘আমাদের ভাগ্নী কয়েক মাস আগে মারা গিয়েছে৷ তারপর ভাগ্নীর স্বামীর সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে একটা কথা উঠেছিল৷ কিন্তু আমরা তাতে রাজি হইনি৷ যা অভিযোগ উঠেছে তা মিথ্যা।’’

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, একটা অভিযোগ পেয়েছে৷ ঘটনার তদন্ত চলছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE