রক্তদান করলে মিলবে ইন্ডিয়ান প্রিমায়ার লিগের (আইপিএল) খেলা দেখার টিকিট। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার এমন বার্তাকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। ৭ ফেব্রুয়ারি, শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করেছে। উপলক্ষ, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রতিষ্ঠা দিবস। সংস্থার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা শিবিরে স্বেচ্ছায় রক্তদান করবেন, তাঁদের কলকাতার ইডেন গার্ডেনে আসন্ন আইপিএল ক্রিকেট প্রতিযোগিতার খেলা দেখার টিকিট দেওয়া হবে।
সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস এমন বার্তা দিয়ে জেলার বিভিন্ন ক্লাবগুলিকে চিঠি পাঠিয়েছেন। কিন্তু রক্তদান শিবিরে কোনও প্রলোভন বা উপহার দেওয়া তো বেআইনি। তাহলে জেলা ক্রীড়া সংস্থার এমন আবেদন কেন? সুদীপের দাবি, ‘‘স্বেচ্ছায় রক্তদান শিবিরে আইপিএলের টিকিট দেওয়া হবে রক্তদানে উৎসাহিত করার জন্য। এতে কোনও উপহার বা বিনিময়ের কথার বলা হয়নি।’’ তাঁর দাবি, জেলা সংস্থাদের অধীন ক্লাবগুলিকে রক্তদানে উৎসাহিত করতে বার্তা পাঠানো হয়েছে। তাতে বিতর্কের কিছু নেই।
যদিও জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবি, রক্তদানের ক্ষেত্রে এমন ‘প্রলোভন’ দেখানো বেআইনি। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক-শিক্ষক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্বেচ্ছায় রক্তদান শিবিরে এমন বার্তা দেওয়া বেআইনি। কেন এমন বার্তা দিলেন, যাঁরা শিবিরের আয়োজন করেছেন, তাঁরাই বলতে পারবেন।’’ উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার জয়িতা চক্রবর্তী বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, রক্তদান শিবিরে উপহার দেওয়া নিষিদ্ধ। একই নির্দেশ রয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন এবং ন্যাশনাল এডস কন্ট্রোল অরগানাইজ়েশনের (ন্যাকো)। তার পরেও উপহার দেওয়া ঠিক নয়।’’
চিকিৎসকদের একাংশের দাবি, অধিকাংশ স্বেচ্ছায় রক্তদান শিবিরেই এখন উপহার দেওয়ার চল হয়েছে। ফলে, বিষয়টা আর ‘উপহারের’ পর্যায়ে থাকছে না। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন, ‘‘রক্তদান শিবিরে কোনও উপহার দেওয়া বেআইনি। কোনও সংস্থা এমন বার্তা দিয়ে থাকলে, তা ঠিক হয়নি। রক্তদান শিবির যাঁরা আয়োজন করেন, তাঁদের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)