Advertisement
২৬ মার্চ ২০২৩
Party Inner Clash

মাদ্রাসার ভোটে চলল গুলি, বোমা, রতুয়ায় তৃণমূলের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই

রবিবার রতুয়া ১ ব্লকের বাটনা হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ছিল। তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমা এবং গুলির সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ।

Two groups of TMC allegedly engaged in Ratua

সংঘর্ষের জেরে থমথমে রতুয়া। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রতুয়া শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৫
Share: Save:

মাদ্রাসার পরিচালন সমিতির ভোট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদহের রতুয়া। ওই নির্বাচন ঘিরে গুলি এবং বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের এক পক্ষের দাবি, হামলার জেরে কয়েক জন জখম হয়েছেন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে অপর পক্ষ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

Advertisement

রবিবার রতুয়া ১ ব্লকের বাটনা হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ছিল। তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমা এবং গুলির সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়ি এবং মোটরসাইকেল। ওই ঘটনায় স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায়ের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের রতুয়ার প্রাক্তন ব্লক সভাপতি ফজরুল হক। তাঁর অভিযোগ, ‘‘মাদ্রাসা ভোটে স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায়, জেলা সভাপতি রহিম বক্সী হস্তক্ষেপ করছেন। ওঁদের অহঙ্কারের পতন হবে। ওঁরা ব্যবসা করতে এসেছেন। এই ঘটনায় আমরা লজ্জিত।’’

সংঘর্ষের জেরে এক জন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ উঠেছে। আহতের ভাই রেজাবুল হক বলেন, ‘‘আমি সমর মুখোপাধ্যায়ের লোক। ভোট দিতে যাওয়ার সময় আমার দাদাকে গুলি করেছে। দাদার মুখ ফুঁড়ে গুলি বেরিয়ে গিয়েছে। দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’

ঘটনাস্থলে ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলেন, ‘‘আমাকে সমর’দা ডেকেছেন। ওঁর নির্দেশে এসেছি। তৃণমূলের দু’টি শিবিরের কথা আমরা জানি না। সমর মুখোপাধ্যায় যেখানে সেটাই তৃণমূল। ওরা তৃণমূল কি না আমি জানি না।’’ সংঘর্ষের জেরে থমথমে এলাকার পরিস্থিতি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। মালদহের পুলিশ সুপার প্রদীপ যাদব বলেন, ‘‘খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.