Advertisement
১৬ মে ২০২৪

ফাটাপুকুরে ব্যবসায়ীর বাড়িতে বোমা, জখম ২

রাতের অন্ধকারে এক ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ভেস্তে দিলেন গ্রামের বাসিন্দারা। শনিবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ফাটাপুকুরের ধারাবাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় জানা গিয়েছে, চোদ্দ থেকে পনেরো জনের দুষ্কৃতী দল শনিবার রাতে ওই গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুজিতরঞ্জন ধারার বাড়িতে হামলা চালায়।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০১:৩৯
Share: Save:

রাতের অন্ধকারে এক ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ভেস্তে দিলেন গ্রামের বাসিন্দারা। শনিবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ফাটাপুকুরের ধারাবাড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয় জানা গিয়েছে, চোদ্দ থেকে পনেরো জনের দুষ্কৃতী দল শনিবার রাতে ওই গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুজিতরঞ্জন ধারার বাড়িতে হামলা চালায়। যথেচ্ছ বোমাবাজিও শুরু করে তারা। আওয়াজ পেয়ে গ্রামের বাসিন্দারা বাড়িটি ঘিরে ফেললে অনেকে বোমা ছুড়ে পালিয়ে যায় বলে গ্রামের বাসিন্দাদের অভিযোগ। পুলিশ জানায়, ওই বাড়ি ঘিরে ফেলার পরে দুষ্কৃতীরা গুলি ছোড়ে। ওই ঘটনায় দুই ব্যক্তি জখম হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “কে জখম হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। এলাকা অন্ধকার।” স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, দুষ্কৃতীরা সুজিতবাবুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়ির লোকজন বাধা দিলে বোমা ফাটায়। বোমার শব্দে এলাকার বাসিন্দারা জড়ো হয়। এর পরে তাঁরা ওই বাড়ি ঘিরে রাখেন। জলপাইগুড়ির তৃণমূল কৃষক নেতা তথা রাজগঞ্জ এলাকার বাসিন্দা দুলাল দেবনাথ ঘটনার খবর পেয়ে ধারাবাড়ি গ্রামের ছুটে যান। কিন্তু তিনিও রাত সওয়া দশটা পর্যন্ত কিছু জানাতে পারেননি। তাঁর কথায়, “গ্রামের বাসিন্দারা বোমার কথা বলছে। প্রচুর মানুষ এলাকা ঘিরে রেখেছে। দুষ্কৃতীরা কেউ ঘেরাও হয়েছে কি না অন্ধকারে বোঝা যাচ্ছে না।”

তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। জমি নিয়ে গন্ডগোলের জেরে হামলা হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘‘আমি এসপিকে বলেছি বিষয়টি খতিয়ে দেখতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE