বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা দিল ইডি। সোমবার ভোর থেকে তল্লাশি চলছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে শেখ জহিরুল শেখ নামের এক ব্যক্তির বাড়িতেও। ইডি সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই রাজ্যের নানা দিকে রওনা দেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সোমবার ভোরে প্রায় একই সময়ে প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি চলছে উত্তর ২৪ পরগনা, নদিয়ার বেশ কয়েকটি ঠিকানাতেও।
আরও পড়ুন:
কলকাতায় বেহালার একটি ঠিকানায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে রিজেন্ট কলোনির একটি ঠিকানাতেও। তা ছাড়াও সল্টলেক, টালিগঞ্জের কয়েকটি ঠিকানায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে অরুণ শ্রফ নামের এক ব্যবসায়ীর বাড়িতে।
অন্য দিকে, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জহিরুল আলির বাড়িতে তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জহিরুল বালির কারবারের সঙ্গে যুক্ত। তাঁর বালি খাদান রয়েছে। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। জানা গিয়েছে, আগে তিনি ভিলেজ পুলিশ ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন। জহিরুলের বাড়ির পাশাপাশি গাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুবর্ণরেখা নদীর পারে তিনতলা বাড়িতে চলছে তল্লাশি অভিযান। ঝাড়গ্রাম জেলায় মোট ছয় জায়গায় তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।
সোমবার সকালে তল্লাশি অভিযান শুরু হয় কল্যাণীর এ ব্লকের একটি বাড়িতে। অভিযান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক ইডি আধিকারিকরা। তড়িঘড়ি কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই আধিকারিক।