সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ পরীক্ষায় বসার আবেদন গ্রহণ করার জন্য দ্বিতীয় বার পোর্টাল খুলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। গত ন’দিনে তাতে মাত্র ৩০-৩৫ জন আবেদন করেছেন বলে জানানো হয়েছে ।
২০১৬ সালের এসএসসি পরীক্ষার সময় নিয়ম ছিল, স্নাতক স্তরে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর লাগবে। সেই নিয়ম এখন বদলে গিয়েছে। এখন নিয়ম হয়েছে, ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রয়োজন এই ধরনের চাকরির পরীক্ষায় বসার জন্য। এই নিয়মের কারণে এসএসসি-র নতুন নিয়োগপ্রক্রিয়ায় বসতে পারছিলেন না অনেকে। তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পরে শীর্ষ আদালত নির্দেশ দেয় যাতে তাঁরাও পরীক্ষায় বসতে পারেন। তা মেনেই গত ২৪ অগস্ট দ্বিতীয় দফায় পোর্টাল খোলা হয়েছে। তা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।
কিন্তু এসএসসি-র একটি সূত্রের খবর, স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর না থাকায় যাঁরা ফর্ম ফিল আপ করতে পারছিলেন না, তাঁদের সংখ্যাটা মেরেকেটে ৪০০। কিন্তু পোর্টাল দ্বিতীয় বার খোলার পর কেন তাঁদের অধিকাংশই নতুন করে আবেদন করলেন না, তা নিয়ে বিস্মিত অনেকেই। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা রয়েছে। এসএসসি সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় বসতে চলেছেন।
এসএসসি জানিয়েছে, দ্বিতীয় দফায় যাঁরা আবেদন করেছেন, আগামী ৩ সেপ্টেম্বর তাঁদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এর আগে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের অনেকের অ্যাডমিট কার্ডে গন্ডগোল ছিল। ফর্মফিলাপের সময় আবেদনকারীরা ভুল তথ্য দেওয়ায় এটা ঘটেছিল। তার ফলে অ্যাডমিট কার্ডে কারও সই ছিল না, কারও আবার ছবি! অনেকের নামের বানানেও ভুল ছিল। ইতিমধ্যেই প্রায় ১,৫০০ জন পরীক্ষার্থী ভুল সংশোধন করেছেন। কিন্তু এখনও আরও অনেকের অ্যাডমিট কার্ডে ভুল রয়ে গিয়েছে। তা-ও ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছে এসএসসি।