দামোদর ভ্যালি কর্পোরেশনকে (ডিভিসি) ‘ভাগ’ করার বিরুদ্ধে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টরের কাছে প্রতিবাদপত্র পাঠাল ইউটিইউসি অনুমোদিত ডিভিসি স্টাফ অ্যাসোসিয়েশন। সম্প্রতি কলকাতায় এসে ডিভিসি-কে বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ ও বণ্টন, এই তিনটি আলাদা ক্ষেত্রে ভাগ করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন খট্টর। তার বিরুদ্ধে ডিভিসি স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ মন্ত্রীকে ‘বহুমুখী প্রকল্প’ ডিভিসি তৈরির ইতিহাস, তার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে জানিয়েছেন, এই ভাগাভাগির ফলে কর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাঁদের আবেগেও আঘাত লাগতে পারে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ডিভিসি-র কর্মীরা যে বিক্ষোভও দেখাচ্ছেন, তা-ও বলা হয়েছে। সংগঠনের আশঙ্কা, এই সিদ্ধান্ত ডিভিসি-কে কার্যত বেসরকারিকরণের পথে নিয়ে যাবে। ডিভিসি-র উন্নতির জন্য বিকল্প কোনও পরিকল্পনার আর্জি জানানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)