চেনা শ্যামাসঙ্গীতের সুরে ভেসে যাচ্ছে পার্ক সার্কাসের রামলীলা ময়দান বা ধর্মতলায় নিউ মার্কেট লাগোয়া চত্বর। ‘আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন’-এর ধার করা সুরেই নয়া নাগরিকত্ব আইনের নামে দেশকে আর একবার ভাঙার অপচেষ্টার তত্ত্ব ছবির মতো উঠে এল।
‘যত বানিয়া নেতা হয়, মাঝে দাঙ্গা যে বাধায়/ হিঁদু মোচলমানের লাশ ফেলে দেয় পাল্টিটাও যে হয়...’’
সমসময়ের প্রতিবাদের ভাষা সুরে-সুরে পৌঁছে দেওয়ার শরিক জনগণমন দলের মণিদীপা সেন, অঙ্কিতা আলিরা গান শেষে বলছিলেন, এই লিরিক যিনি লিখেছেন সেই রাজা বিশ্বাসকে কয়েক মাস আগে হারানোর কথা। ঠিক এক বছর আগে দেশের সংসদে কালা কানুন সিএএ চাপানোর পরেও এমন অজস্র মুখ পথে নেমেছিলেন। শুক্রবার কোভিড-ধ্বস্ত দিনে ভিড় কিছুটা কম হলেও, সেই পুরনো মেজাজের ছায়াই আছড়ে পড়ল। নাগরিকত্ব আইন, এনআরসি, এনপিআর বাতিলের দাবির সঙ্গে কৃষি বিল বাতিলের দাবিও এ দিন যোগ হয়েছে।