Advertisement
১৯ মে ২০২৪
TMC

কেষ্ট-হীন বীরভূমে ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা

চিঠিতে বিভাস লিখেছেন, ‘‘আমি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম এবং এখনও পর্যন্ত আমি সম্পূর্ণ রূপে সুস্থ হতে পারিনি। এই কারণে ব্লক পার্টি সংগঠনের কাজকর্ম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে ব্যর্থ।’’

বিভাসচন্দ্র অধিকারী।

বিভাসচন্দ্র অধিকারী। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৯:৪৮
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বীরভূমের নলহাটি-২ ব্লকের তৃণমূল সভাপতি বিভাসচন্দ্র অধিকারী। বুধবার এ নিয়ে তিনি চিঠি দিয়েছেন জেলা নেতৃত্বকে। চিঠিতে পদত্যাগের কারণ হিসাবে তিনি শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছেন। বিভাসের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

চিঠিতে বিভাস লিখেছেন, ‘‘আমি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম এবং এখনও পর্যন্ত আমি সম্পূর্ণ রূপে সুস্থ হতে পারিনি। এই কারণে ব্লক পার্টি সংগঠনের কাজকর্ম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে ব্যর্থ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘এখনও আমার একটি অস্ত্রোপচার বাকি আছে যা অতি সত্বর আবশ্যিক ভাবে পালনীয়। এমতাবস্থায় এই পদের দায়িত্বভার আমার পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়েছে।’’ এই কারণ দেখিয়ে নলহাটি-২ ব্লকের তৃণমূল সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বিভাস।

বিভাসের বয়স ৫২-র আশপাশে। এ নিয়ে বীরভূমের তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি এখনও জানা নেই। তবে এই ঘটনা ঘটে থাকলে দল বিষয়টি ভেবে দেখবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Birbhum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE