রবীন্দ্রজয়ন্তী পণ্ড করা মৌমাছিদের তাড়ানো হল। তবে যাওয়ার আগে ওই লেলহে মাছিগুলি জখম করে দিয়ে গেল খোদ ডিএফও-কে।
রবিবার পুরুলিয়া শহরের সুভাষ উদ্যানে মোট উনিশটি মৌচাক ভেঙেছে বন দফতর। এই কাজের জন্য বাঁকুড়ার ওন্দা থেকে অভিজ্ঞ মৌ-পালকদের নিয়ে আসা হয়েছিল। এ দিন সকাল থেকে চাক ভাঙার তোড়জোড় শুরু করেন তাঁরা। জালের টুপিতে মুখ ঢেকে, খড়ের মশাল নিয়ে, মই বেয়ে গাছে উঠে পড়েন তাঁরা। ধোঁয়া দিয়ে মৌমাছি তা়ড়ানো শুরু হয়।
সেই সময়েই নীচে দাঁড়িয়ে ছিলেন ডিএফও (পুরুলিয়া বন সম্প্রসারণ বিভাগ) পুলক দত্ত ও কয়েক জন বনকর্মী। এক ঝাঁক মৌমাছি তেড়ে যায় তাঁদের দিকে। পুলকবাবু জানান, তাঁর চোখের উপরে এবং ঘাড়ে মৌমাছি হুল ফুটিয়েছে। হুলবিদ্ধ হয়েছেন কয়েক জন বনকর্মীও। মৌ-পালকেরাই তাঁদের শরীর থেকে হুল বের করে দেন। অভিজ্ঞতা থেকে ব্যথা কমার জন্য কিছু টোটকা চিকিৎসাও করে নেন ডিএফও ও বনকর্মীরা। আপাতত তাঁরা সুস্থ আছেন বলে ডিএফও জানিয়েছেন।