স্বপ্নেও ভাবেননি, একবেলাতেই কোটিপতি হয়ে যাবেন! সোমবার সকালে মাত্র ৩০ টাকা খরচ করে লটারি কিনেছিলেন। দুপুর গড়ানোর আগে সেই টিকিটেই কোটিপতি নলহাটির বাসিন্দা রামকৃষ্ণ প্রামাণিক। পেশায় তিনি রেশন ডিলার।
বীরভূম জেলার নলহাটির থানার ভগবতীপুরের বাসিন্দা রামকৃষ্ণের নিজের একটি রেশন দোকান রয়েছে। সঙ্গে সামান্য জমিজমা। স্ত্রী এবং ছেলেমেয়ে নিয়ে তাঁর চার জনের সংসার। রামকৃষ্ণ জানান, ৯ অগস্ট সকালে এলাকার একটি দোকান থেকে ৩০ টাকা দিয়ে লটারির একটি টিকিট কিনেছিলেন। দুপুরের মধ্যে সে টিকিটের প্রথম প্রাইজ জেতার খবর পান। ফলে একবেলাতেই ১ কোটি টাকার মালিক হয়ে যান রামকৃষ্ণ। তিনি বলেন, ‘‘লটারির প্রথম প্রাইজ জিতলেও কোটি টাকা হাতে পাইনি। লটারি ইনস্পেক্টর এসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর-সহ ওই টিকিটটি নিয়ে গিয়েছে। সরকারি প্রক্রিয়া শেষ হলেই ১০-১৫ দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।’’