Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বন্ধ হচ্ছে নন-নেট স্কলারশিপ

আগামী অর্থবর্ষ থেকে বন্ধ হচ্ছে বিশ্বভারতীর নন-নেট স্কলারশিপ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী। নন-নেট গবেষক গবেষিকা এবং এমফিল পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়। ভারপ্রাপ্ত কর্মসচিব অমিত হাজরার জারি করা

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

আগামী অর্থবর্ষ থেকে বন্ধ হচ্ছে বিশ্বভারতীর নন-নেট স্কলারশিপ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী। নন-নেট গবেষক গবেষিকা এবং এমফিল পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়। ভারপ্রাপ্ত কর্মসচিব অমিত হাজরার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৭ সালের ৩১ মার্চ-এর পরে স্কলারশিপ বন্ধ করবে বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) টাকায় এই স্কলারশিপ পেতেন পড়ুয়ারা। ইউজিসি-র সম্পূর্ণ আর্থিক অনুদানে ওই প্রকল্প চলেছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত। বিশ্বভারতী ইতিমধ্যেই স্কলারশিপ বাবদ সাড়ে সতেরো কোটি টাকা পড়ুয়াদের দিয়েছে। ওই পরিকল্পনার আর্থিক অনুদান থাকছে ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, পরবর্তী পরিকল্পনা এবং স্কলারশিপ নিয়ে ইউজিসি-র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে চলতি বছরের ৫ নভেম্বর বিশ্বভারতীর সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি, কর্মসমিতির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় ইউজিসি-র আর্থিক অনুদান ছাড়া ওই স্কলারশিপ চালানো অসম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Visva-Bharati University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE