Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নোটবন্দিতে পথে তৃণমূল, কংগ্রেস

রামপুরহাট শহরে মিছিল করল কংগ্রেস। নেতৃত্ব দেন কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। মিছিলে ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আসিফ ইকবাল।

প্রতিবাদ: নোটবাতিলের বর্ষপূর্তিতে জেলার নানা প্রান্তে মিছিল। নিজস্ব চিত্র

প্রতিবাদ: নোটবাতিলের বর্ষপূর্তিতে জেলার নানা প্রান্তে মিছিল। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
বীরভূম শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০১:২৬
Share: Save:

নোটবন্দির প্রতিবাদে বুধবার সকালে জেলার নানা জায়গায় মিছিল হল।

রামপুরহাট শহরে মিছিল করল কংগ্রেস। নেতৃত্ব দেন কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। মিছিলে ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আসিফ ইকবাল, আইএনটিইউসি প্রভাবিত রামপুরহাট শহর ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠনের সম্পাদক শাহাজাদা হোসেন কিনু সহ অন্য কংগ্রেস নেতৃত্ব।

রামপুরহাট মহকুমার ৮টি ব্লকে নোটবন্দির প্রতিবাদে কালাদিবস পালন করে তৃণমূল। দলের রামপুরহাট মহকুমা পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য জানান, নোটবন্দির প্রতিবাদে বুধবার সকালে নলহাটি ২ এবং মুরারই ১ ব্লকে মিছিল পথসভা হয়। বিকেলে রামপুরহাট ২, রামপুরহাট ১, নলহাটি ১, মুরারই ২, ময়ূরেশ্বর ১ ও ২ ব্লকে মিছিল ও পথসভা হয়। বিকেলে রামপুরহাট শহরে মিছিল এবং পথসভায় নেতৃত্ব দেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট শহরের পাঁচ মাথায় পথসভায় নোটবন্দি, জিএসটি-র মতো মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সমস্ত মানুষকে একজোট হতে আহ্বান জানান তিনি। বোলপুরের মিছিলে পা মেলান জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের অন্য নেতারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest rally TMC Congress Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE