অভিযোগ, পর পর দু’টি টিকা দেওয়া হয়েছে বড়জোড়ার মন্দিরা পালকে। নিজস্ব চিত্র।
মাত্র ১০ মিনিটের ব্যবধানে দু’টি কোভিড টিকা দেওয়া হল এক মহিলাকে। এরপর হালকা জ্বর, বমি এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেওয়ায় শনিবার ভোরে তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়ার বড়জোড়া হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না স্বাস্থ্যকেন্দ্রে স্থানীয় রাজমাধবপুর গ্রামের গৃহবধূ মন্দিরা পাল করোনা টিকা নিতে গিয়েছিলেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত নার্স ১০ মিনিটের ব্যবধানে দু’টি কোভিশিল্ড টিকা দেন বলে অভিযোগ। পরে অন্য মহিলাদের সঙ্গে কথা বলে মন্দিরা বুঝতে পারেন ‘গোলমাল’ হয়েছে। এরপর তিনি ওই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের বিষয়টি জানালে চাঞ্চল্য শুরু হয়। তাঁকে কিছুক্ষণ ওই হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়।
ঘন্টাখানেক পরেও ওই মহিলার শরীরে কোনও প্রতিক্রিয়া দেখা না দেওয়ায় তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মন্দিরার শরীরে কোনও প্রতিক্রিয়া না দেখা দিলেও রাতের দিকে তাঁর জ্বর আসে বলে অভিযোগ। সঙ্গে বমির ভাব এবং মাথা ঘোরার মতো বিভিন্ন উপসর্গ দেখা যায়। আর এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই গৃহবধুর পরিবার। মন্দিরা বলেন, ‘‘শুক্রবার আমাকে দু’টি টিকা এক সঙ্গে দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত তেমন সমস্যা হয়নি। কিন্তু রাত বাড়তেই জ্বর আসে। সঙ্গে বমিভাব দেখা দেয়। মাথাও ঘুরতে থাকে। তাই ভয় পেয়ে গিয়েছিলাম।’’
শনিবার ভোরে বিষয়টি পরিবারের তরফে স্থানীয় বিধায়ক আলোক মুখোপাধ্যায়কে জানালে তাঁর উদ্যোগেই দ্রুত মন্দিরাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এনে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বড়জোড়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভরঞ্জন প্রসাদ বলেন, ‘‘রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবু আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি, কী ভাবে ওই মহিলাকে দু’টি করোনা টিকা পরপর দেওয়া হল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’
অন্যদিকে আলোক বলেন, ‘‘মন্দিরা পালের অসুস্থতার খবর পেতেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। এই ধরনের গাফিলাতি কী ভাবে হল তা তদন্ত করার জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অনুরোধ করা হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy