Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আয় বাড়াতে দুধের দামে কিছু রদবদল

সংস্থাকে আর্থিক দিক থেকে স্বনির্ভর করার জন্য দুধের দু’টি দামের রদবদল করল মাদার ডেয়ারি। তাদের দুধের ন্যূনতম দাম বাড়িয়ে দিলেও কমিয়ে দেওয়া হয়েছে মাঝারি দামের একটি দুধের দাম। এতে আয় বাড়বে বলে মনে করছেন সংস্থার কর্তারা। এখন ঠিক কী অবস্থায় চলছে সরকারি সংস্থা মাদার ডেয়ারি?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩০
Share: Save:

সংস্থাকে আর্থিক দিক থেকে স্বনির্ভর করার জন্য দুধের দু’টি দামের রদবদল করল মাদার ডেয়ারি। তাদের দুধের ন্যূনতম দাম বাড়িয়ে দিলেও কমিয়ে দেওয়া হয়েছে মাঝারি দামের একটি দুধের দাম। এতে আয় বাড়বে বলে মনে করছেন সংস্থার কর্তারা।

এখন ঠিক কী অবস্থায় চলছে সরকারি সংস্থা মাদার ডেয়ারি?

সংস্থার কর্তারা জানান, তিন বছর আগে মাদার ডেয়ারি লোকসানে চলছিল। তার পরে দুধের দাম কিছুটা বাড়িয়ে লাভের মুখ দেখেছিল ওই সংস্থা। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে অবশ্য মাদার ডেয়ারির লোকসান দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকা। সংস্থার এক কর্তা বলেন, কাঁচামাল হিসেবে ব্যবহৃত গুঁড়ো দুধের দাম আচমকা বেড়ে যাওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষের আশা, মূল্য-কাঠামোর রদবদলের ফলে লোকসান ঠেকিয়ে বছরশেষে লাভ নিশ্চিত করা যাবে।

মাদার ডেয়ারির দুধের দামে ঠিক কী ধরনের রদবদল হল?

মাদার ডেয়ারির ‘মা শক্তি’ ব্র্যান্ডের ‘ডাবল টোন্ড’ দুধের দাম দিন চারেক আগেও লিটার-পিছু ছিল ২৮ টাকা। সেটি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। তার পরিবর্তে ৩০ টাকা লিটারের একটি দুধ বাজারে আনছে ওই সংস্থা। তবে এটি ‘ডাবল টোন্ড’ নয়। ‘ডাবল টোন্ড’ দুধ কিনতে গেলে এখন দাম পড়বে লিটার-পিছু ৩৪ টাকা। এই দুধের দাম অবশ্য লিটার-পিছু দু’টাকা কমানো হয়েছে। আগে এই দুধের দাম ছিল লিটার-পিছু ৩৬ টাকা।

তা হলে কি ঘুরপথে মাদার ডেয়ারির দুধের দাম বাড়ানো হল?

মাদার ডেয়ারি-কর্তৃপক্ষ তা মানতে রাজি নন। তবে এই সিদ্ধান্তে যে সংস্থার আয় বাড়বে, সেটা তাঁরা জানিয়ে দিয়েছেন। সংস্থার কর্তৃপক্ষের আশ্বাস, আর্থিক ভাবে দুর্বল পরিবারের জন্য কম দামে দুধের জোগান দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE