Advertisement
E-Paper

বিধায়ক আবাসে অভিষেকের নাম করে তোলাবাজি, আট দফা নির্দেশিকা জারি স্পিকার বিমানের

এমএলএ হস্টেল পরিচালনার জন্য আট দফা নির্দেশিকা জারি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কিডস স্ট্রিটের বিধায়ক আবাসে ওই আট দফার নির্দেশিকা লাগানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:২৮
Speaker Biman Banerjee issued eight-point guidelines for entering the MLA residence

অভিষেক বন্দ্যোপাধ্যায়-বিমান বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং বিজেপির কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে-র লেটারহেড জাল করে এমএলএ হস্টেলে তোলাবাজির অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনায় পদক্ষেপ হিসেবে এমএলএ হস্টেল পরিচালনার জন্য আট দফা নির্দেশিকা জারি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কিডস স্ট্রিটের বিধায়ক আবাসের নোটিস বোর্ডে ওই আট দফা নির্দেশিকা লাগানো হয়েছে। সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এ বার থেকে কোনও বিধায়কের লেটারহেড ব্যবহার করে থাকার জন্য অনুমতি চাওয়া হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘর দেওয়া হবে না। আবেদন জমা পড়লে এমএলএ হস্টেলের সুপার অথবা ডেপুটি সুপারকে সংশ্লিষ্ট বিধায়ককে ফোন করে কাকে ঘর দেওয়া হচ্ছে এবং কেন ঘর দেওয়া হচ্ছে তা জেনে নিতে হবে।

এ ছাড়াও বিধায়কের সঙ্গে দেখা করতে এসেছেন বলে বিধায়ক আবাসে কোন গাড়িই প্রবেশ করানো যাবে না। সরকারি হলোগ্রাম অথবা বিধানসভার স্টিকার গাড়িতে থাকলে তবেই বিধানসভা আবাস চত্বরে গাড়ি নিয়ে যেতে পারবেন অতিথিরা। যাঁরা বিধায়কদের সঙ্গে দেখা করতে আসবেন তাঁদের সচিত্র পরিচয়পত্র আনা বাধ্যতামূলক। সেই পরিচয়পত্র খতিয়ে দেখে সন্তুষ্ট হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে বিধায়ক আবাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি তুলে রাখবেন বিধায়ক আবাসের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা। আবাসের বাইরে কোনও সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। স্পিকার বিমান বলেন, ‘‘বিধায়ক আবাস পরিচালনার জন্য বিধানসভার নির্দিষ্ট রুল রয়েছে। কিন্তু সম্প্রতি সেই রুল অনেকটাই শিথিল হয়ে গিয়েছিল। তাই আমরা আবার নতুন করে নির্দেশিকা জারি করেছি, যে ঘটনা ঘটেছে সে ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’’

অন্য দিকে অভিষেকের নাম করে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়ায় বিজেপি বিধায়ককে দ্বিতীয় বারের জন্য যারা নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত তিনি হাজিরা দিতে পারবেন না। সে কথা জেনে বুধবারের পর তাকে যে কোনও দিন জেরা করার প্রস্তুতি রাখছে কলকাতা পুলিশ।

MLA Hostel Biman Banerjee Assembly Speaker Abhishek Banerjee Tmc Leader
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy