Advertisement
০১ মে ২০২৪
Suvendu Adhikari

Suvendu Adhikari: বাবুল জননেতা নন, ক্ষতি হবে না বিজেপি-র, বলছেন শুভেন্দু

আসানসোলে তড়িঘড়ি দলীয় সভা ডেকেছে বিজেপি। সোমবারের সেই সভায় থাকছেন শুভেন্দু।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৬
Share: Save:

শনিবারের বার বেলায় এমন এক ঘটনা ঘটবে, বিজেপি ভাবেনি। সে কথাই স্পষ্ট করে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘বাবলু সুপ্রিয়র উচিত ছিল দল ছাড়ার আগে বিজেপি-কে জানানো। তবে ওঁর দল ছেড়ে যাওয়ায় বিজেপি-র কোনও বড় ক্ষতি হবে না। বাবুল খুব একটা জনপ্রিয় নেতা ছিলেন না, রাজনৈতিক সংগঠকও ছিলেন না। যদিও বাবুল আমার ভাল বন্ধু।’’

অন্য দিকে বাবুল দল ছাড়ার দিনই আসানসোলে শুভেন্দুর বিশেষ বৈঠকের দিন ক্ষণ ঘোষণা করা হল বিজেপি-র পক্ষ থেকে। মাত্র দু’দিনের ব্যবধানে ২০ সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার বেলা তিনটের সময় আসানসোল জেলা কার্যালয়ে ‘বিশেষ কার্যকর্তা’ বৈঠক আয়োজন করা হয়েছে। বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে আহ্ববান করা এই সভায় শুভেন্দুর উপস্থিত থাকার কথা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari Babul Supriyo WB Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE