প্রতি দিনের মতোই খেলার সঙ্গী ছিল পাড়ার গোটা তিনেক কুকুর আর একটা রবারের বল। ছুড়ে দেওয়া সেই বল ছুটে গিয়ে মুখে করে বয়ে আনত কুকুরেরা। বুধবার বিকেলে ফরাক্কার জাফরগঞ্জে সে ভাবেই খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আয়ুষ মিশ্রের (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে নিজেদেরই বাগানে আয়ুষ খেলত। সেই বাগানের পাশের জমি কিছু দিন আগেই ভাড়া দেওয়া হয় এলাকারই এক ব্যক্তিকে। তিনি সেখানে আইসক্রিম তৈরির কারখানা গড়েন। গরম হাওয়া বের করে দেওয়ার জন্য পাকা দেওয়াল কেটে বসানো হয় লোহার তারজালি ও যন্ত্রাংশ।
আয়ুষের বাবা জয়দেব মিশ্র বলেন, “এ দিনও ছেলে বিকেলে বল ও কুকুর নিয়ে খেলছিল। এক সময় বলটি ছুড়তেই তা ঢুকে যায় তারজালির পাশে দেওয়ালের ফুটোর মধ্যে। সেখান থেকে সেই বল বের করতে গিয়েই হাত পড়ে তারজালিতে। বিদ্যুতের খোলা তার জড়িয়েছিল সেই তারজালির সঙ্গে। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ছেলে।”