Advertisement
E-Paper

১৪ জেলাশাসক-সহ রাজ্যের ৬৪ আমলার পদে রদবদল নবান্নের! এসআইআর চালু হলেই বদলির জন্য লাগবে কমিশনের অনুমতি

কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হল বীরভূম জেলার জেলাশাসকের দায়িত্বে। বদলে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তকে আনা হল কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৪:৩০
The KMC Commissioner, along with several District Magistrates, has been transferred by an order from Nabanna

শীর্ষ আধিকারিকদের বদলির তালিকা প্রকাশ করল নবান্ন। ছবি: সংগৃহীত।

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য প্রশাসনে বড়সড় ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্যায়ে কলকাতা পুরসভার কমিশনার-সহ রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক বদল করা হল। এমনকি কয়েকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। প্রশাসনিক সংস্কার ও কর্মিবিনিয়োগ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৬৪ জন আমলার বদলির কথা জানানো হয়েছে। যাদের মধ্যে রয়েছেন ১৪ জন জেলাশাসক। নবান্ন সূত্রে খবর, এটি রুটিন বদলি। এই বদলি নির্ধারিতই ছিল, শুধুমাত্র উৎসবের কারণে তা কার্যকর করা হয়নি। কিন্তু শারদোৎসব এবং দীপাবলির মতো বড় উৎসব কেটে যেতেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক পদে রদবদল ঘটানো হল। যদিও কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে প্রশাসনে ১৯ অক্টোবর থেকে যে ছুটির পর্ব শুরু হয়েছে, তা এখনও শেষ হয়নি। সোম এবং মঙ্গলবার ছটপুজোর জন্য ছুটি দিয়েছে রাজ্য। কিন্তু এমন ছুটির আবহেই শীর্ষ আধিকারিকদের নতুন দায়িত্বে পাঠানোর ফরমান জারি করা হয়েছে।

এই বদলি প্রসঙ্গে প্রশাসনের একাংশের ব্যাখ্যা, সোমবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গেলে রাজ্য প্রশাসনে যে কোনও ধরনের বদলিতে জাতীয় নির্বাচন কমিশনের মতামত থাকবে। বা কোনও বদলি করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনেরও ভূমিকা থাকবে। তাই প্রশাসনের ওই অংশের মত, এসআইআর শুরু হওয়ার আগেই রাজ্য প্রশাসনে এক বড়সড় ধাক্কা দিল রাজ্য সরকার।

কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হল বীরভূম জেলার জেলাশাসকের দায়িত্বে। বদলে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তকে আনা হল কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বে। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে পাঠানো হয়েছে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনাকে। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেট্টিকে সরানো হয়েছে। আর হিডকোর নতুন ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র। মুর্শিদাবাদের জেলাশাসক হয়েছেন নিতিন সিংঘানিয়া। যিনি মালদহের জেলাশাসক ছিলেন। দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গয়ালকে আনা হয়েছে মালদহের জেলাশাসকের দায়িত্বে।

উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক মণীশ মিশ্রকে কোচবিহারের জেলাশাসক করা হয়েছে। বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের জেলাশাসক পদে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিশেষ সচিব পদে। বীরভূমের জেলাশাসকের পদ থেকে খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব করা হয়েছে বিধানচন্দ্র রায়কে। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব করা হয়েছে। শিল্প ও বাণিজ্য দফতরের বিশেষ সচিব রাজু মিশ্রকে করা হয়েছে কোচবিহারের জেলাশাসক। ইউ আর ইসমাইলকে স্বাস্থ্য দফতরের বিশেষ সচিবের পদ থেকে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের পদে। রজত নন্দাকে পুরুলিয়ার জেলাশাসকের পদ থেকে পর্যটন দফতরের নির্দেশক করা হয়েছে।

এ ছাড়াও ১০জন আইএএস পদমর্যাদার আধিকারিককে অফিসার অন স্পেশ্যাল ডিউটির পদ থেকে মহকুমাশাসক পদে বদলি করা হয়েছে। আবার ১৫ জন আইএসএস আধিকারিককে বদলি করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং যুগ্ম সচিব পদে। আরও ২২ জন আইএসএ আধিকারিককে জেলাভিত্তিক অতিরিক্ত জেলাশাসকের পদে বদলি করা হয়েছে। এঁদের মধ্যে কয়েক জন শীর্ষ আধিকারিক আবার বিভিন্ন দফতরেও বদলি হয়েছেন।

Nabanna Transfer order
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy