উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী মমতা
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শুরু হবে তাঁর তিনদিনব্যাপী কর্মসূচি। সফরের মূল উদ্দেশ্য প্রশাসনিক হলেও, রাজনৈতিক দিক থেকেও এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আজ বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন। এ বারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গের পর্যটন, হস্তশিল্প ও ক্ষুদ্রশিল্পের সম্ভাবনার দিকটি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেই সূত্রেই এই প্রথমবার উত্তরবঙ্গে “সিনার্জি” সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের পরামর্শ ও সমস্যাগুলি শুনবেন মুখ্যমন্ত্রী এবং আগামী দিনের পরিকল্পনার রূপরেখা পেশ করবেন।
কোন পথে ভারত-পাক দ্বন্দ্ব
‘অপারেশন সিঁদুর’ অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। শাসক এবং বিরোধী শিবিরের সাংসদ এবং কয়েক জন কূটনীতিককে নিয়ে তৈরি সাত দলে মোট ৫৯ জন সদস্য রয়েছেন। মোট ৩২টি দেশে ঘুরবেন তাঁরা। এরই মধ্যে আজ বিদেশনীতি বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে আলোচনায় বসছেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। ‘অপারেশন সিঁদুর’ এবং সংঘর্ষবিরতি পরবর্তী পরিস্থিতি এবং ভারত-পাক দ্বন্দ্ব নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে কিছু মন্তব্য করেছেন। সেই প্রসঙ্গও বৈঠকে উঠে আসে কি না, সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তথ্যপাচার: জ্যোতির সঙ্গে আর কারা, তদন্তে পুলিশ
সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্রাকে জেরা করে ইতিমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পহেলগাঁও কাণ্ডের আগে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। এমনকি, সংঘর্ষের সময়েও পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এই ঘটনায় জ্যোতির সঙ্গে আরও বেশ কয়েক জন জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন পুলিশকর্মীরা। পুলিশ সুপার জানিয়েছে, এই সংক্রান্ত নির্দিষ্ট কিছু তথ্য তাঁদের হাতে এসেছে। যদিও তদন্তের স্বার্থে তাঁদের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। পাকিস্তানের কাছে তথ্যপাচারের অভিযোগের তদন্তে আর কী কী উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।
প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে গোয়েন্কার লখনউ, বিপক্ষে হায়দরাবাদ
এ বারের আইপিএল ভাল যায়নি লখনউ সুপার জায়ান্টসের। শুরুতে ভাল খেললেও যত সময় গড়িয়েছে, প্লে-অফের লড়াইয়ে পিছিয়ে পড়েছে তারা। রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে অধিনায়ক করার সিদ্ধান্ত কাজে লাগেনি সঞ্জীব গোয়েন্কার। ব্যাট হাতেও ব্যর্থ পন্থ। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ সানরাইজার্স হায়দরাবাদকে হারাতেই হবে লখনউকে। এই ম্যাচ হারলে স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে পন্থদের। প্রতিপক্ষ হায়দরাবাদ ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে বিদায় নিয়েছে। আজ লখনউয়ের ঘরের মাঠে খেলা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজও বৃষ্টি চলবে রাজ্য জুড়ে কী সতর্কবার্তা হাওয়া আফিসের
রাজ্যে ঝড়বৃষ্টি আপাতত চলবে। এমনটাই পূ্র্বভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। হতে পারে বজ্রপাত। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। সোমবার উত্তরের সব জেলায় জারি হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
তিরঙ্গা যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু
যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পা রেখে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন সেদিনই জলপাইগুডির বানারহাটে তিরঙ্গা যাত্রা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বানারহাটের বাসিন্দা প্রাক্তন সাংসদ জন বার্লা সদ্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন । তার এলাকায় শুভেন্দু এই মিছিল করবেন। নজর থাকবে এই খবরে।