জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন। ঠাসা কর্মসূচি থাকছে দ্বিতীয় দিনেও। আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে আয়োজিত হবে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। এই কর্মসূচি থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গে বিনিয়োগের আসন্ন চিত্রও কিছুটা স্পষ্ট হবে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি থেকে। কারণ আজ মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।
ভারত-পাক দ্বন্দ্ব, জ্যোতির মতো আরও গুপ্তচরের সন্ধান মিলবে কি
দেশ-বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে থাকতেন। বিমানের বিজ়নেস ক্লাসে যাতায়াত করতেন জ্যোতি মলহোত্রা। এত টাকা কী ভাবে তাঁর কাছে আসত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-ই কি সেই টাকা দিত জ্যোতিকে? জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। পাক চরের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত শুক্রবার জ্যোতিকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। তাদের নজরে এখন জ্যোতির পাক-যোগ। আরও কারও নাম পাক-যোগের তদন্তে উঠে আসে কি না, সে দিকেও নজর থাকবে আজ। অন্য দিকে, ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মাঝেই চিন সফরে গিয়েছেন পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার। সেখানে উদ্ভূত পরিস্থিতিতে চিনের সঙ্গে পাকিস্তানের সমীকরণ কেমন এগোয়, সে দিকেও নজর থাকবে আজ।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা, শুনবেন প্রধান বিচারপতি গবই
সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার এই মামলা শুনানির জন্য উঠেছিল। তবে ওই দিন মামলাটির শুনানি হয়নি। কেন্দ্রের আর্জিতে শুনানির দিন পিছিয়ে মঙ্গলবার করা হয়। আজ মূলত সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে। শুনানিতে কোন কোন বিষয় উঠে আসে, কোনও স্থগিতাদেশ দেওয়া হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।
ধোনিদের বিরুদ্ধে কি ব্যাটিং ঝড় দেখা যাবে বৈভব, যশস্বীর?
আইপিএলে আজ একটিই ম্যাচ। মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। দু’টি দলই প্লে-অফের দৌড়ে আর নেই। তবু এই ম্যাচের আকর্যণ অন্য জায়গায়। প্রথমত ধোনি মাঠে নামলে আলাদা উদ্দীপনা তৈরি হয়। এই মরসুমে আজকের পর ধোনির আর একটিই ম্যাচ বাকি থাকবে। দ্বিতীয়ত রাজস্থানের ম্যাচ মানেই যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড় দেখার আশায় থাকেন দর্শকেরা। ধোনিদের বিরুদ্ধে কি ঝড় উঠবে? আজকের ম্যাচ দিল্লিতে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় ঝড়বৃষ্টি রাজ্যে, কোথায় কেমন
পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় হয়েছে। তার উপর সাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। রাজ্য জুড়ে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমানে সতর্কতা জারি রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে।