উত্তরবঙ্গের আট জেলার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক উত্তরকন্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আজ রয়েছে সরকারি কর্মসূচি। আজ উত্তরকন্যায় হবে প্রশাসনিক সভা। উত্তরবঙ্গের আটটি জেলা কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ প্রশাসনকে নিয়ে সভা করবেন মমতা। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গে প্রশাসনিক এবং সরকারি কাজে গতি চান মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকে কী নির্দেশ দেন মমতা সেই খবরে নজর থাকবে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিকেলের বিমানে কলকাতা ফিরতে পারেন।
দুর্ভিক্ষ পরিস্থিতিতে মানবিক সাহায্যে নিয়ন্ত্রণ গাজ়ায়
ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজ়া দখলের কথা ঘোষণার পরেই নতুন করে সেনা অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে দক্ষিণ গাজ়ার কয়েক লক্ষ প্যালেস্টাইনি শরণাথীর জন্য পাঁচটি মানবিক সাহায্যবাহী (খাদ্য, জল ও ওষুধ) ট্রাক ঢোকার অনুমতি দিয়েছে তেল আভিভ। আজ এই খবরে নজর থাকবে।
সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানি
সুপ্রিম কোর্টে আজ ফের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মামলার শুনানি রয়েছে। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে ওয়াকফ মামলার। মামলাকারী পক্ষগুলির বক্তব্য শুনেছে প্রধান বিচারপতির বেঞ্চ। নতুন আইনের ৩ডি ধারার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে মঙ্গলবার। ওই ধারাটির উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারির আর্জিও জানানো হয়েছে। আইনজীবী কপিল সিব্বলের অভিযোগ, ৩ডি-সহ আইনের দু’টি ধারা মূল বিলের অংশ ছিল না। ওয়াকফকে সম্পত্তি দানের ক্ষেত্রে কেন পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালনের কথা বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। কেউ পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করছেন কি না, তা যাচাই করার মাপকাঠি কোথায় উল্লেখ রয়েছে? তা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী পক্ষের আইনজীবী হাফেজ়া আহমদি। মঙ্গলবার প্রায় চার ঘণ্টা ধরে মামলা শুনেছে প্রধান বিচারপতির বেঞ্চ। আজকের শুনানিতে কোন কোন বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আইপিএলে প্লে-অফের দৌড়ে থাকা মুম্বই, দিল্লি মুখোমুখি
আইপিএলের প্লে-অফে তিনটি দল নিশ্চিত। শেষ জায়গাটির জন্য লড়াইয়ে রয়েছে দু’টি মাত্র দল। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। আজ এই দু’দল মুখোমুখি। দু’দলেরই এরপর আর একটি ম্যাচ বাকি থাকবে। মুম্বইয়ের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট, দিল্লির ১৩। আজ মুম্বই জিতলে প্লে-অফে চলে যাবে। দিল্লি বিদায় নেবে। মুম্বই হেরে গেলে তাদের সামনে আরও একটি সুযোগ থাকবে। আজ মুম্বইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণের কয়েক জেলায় ৫০ কিমি বেগে ঝড়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ফলে রাজ্য জুড়ে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় বেশ দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। আজ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। উত্তর দিনাজপুর, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।