Advertisement
E-Paper

নিম্নচাপ ঢুকবে স্থলভাগে। এশিয়া কাপে ভারত-পাক শিবিরের খবর। রাষ্ট্রপুঞ্জে জয়শঙ্করের বক্তৃতা। আর কী কী।

আজ সকালে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে ওড়িশা, অন্ধপ্রদেশে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে, তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং আজ সকালে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে ওড়িশা, অন্ধপ্রদেশে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮০তম সম্মেলন চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতারা নিজেদের অবস্থান তুলে ধরছেন সেখানে। একই সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে আলোচনাও চলছে। এ বারের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে পারেননি। পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করছেন ওই সম্মেলনে। আজ ভারতের হয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করার কথা রয়েছে জয়শঙ্করের। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

পর পর দু’টি রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর আগামী রবিবারও দুই দল মুখোমুখি। এশিয়া কাপের ফাইনালে। প্রথমে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান উড়ে গেলেও সুপার ফোরের ম্যাচে ভারতের জয় সহজে আসেনি। সূর্যকুমার যাদবের দলের নানা দুর্বলতা বেরিয়ে পড়েছে। বিশেষ করে খারাপ ফিল্ডিং। ফাইনালের আগে কী ভাবে তৈরি হচ্ছে দুই দল? ভারত, পাকিস্তান শিবিরের সব খবর।

গত দু’টি রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক মেটা তো দূরের কথা, ক্রমশ বাড়ছে। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে আইসিসি-র কাছে। এই আবহে কাল, রবিবার এশিয়া কাপে আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। এ বার একেবারে ফাইনাল। কোন দিকে গড়াচ্ছে বিতর্কের জল? সব খবর।

মহিলাদের বিশ্বকাপে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারত। হরমনপ্রীত কৌরের দলের সামনে নিউ জ়িল্যান্ড। এই নিউ জ়িল্যান্ডকে বৃহস্পতিবার হারিয়ে দিয়েছিল ভারত এ দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৫৩ রানে হরতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিজেদের গুছিয়ে নেওয়ার পালা হরমনপ্রীতদের। খেলা বিকেল ৩টে থেকে।

বিদেশের ফুটবল লিগে আজ বড় দলের একগুচ্ছ খেলা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল। স্প্যানিশ লিগে রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে ব্রেন্টফোর্ড। ম্যাচ বিকেল ৫টা থেকে। চেলসি খেলবে ব্রাইটনের বিরুদ্ধে। ম্যা়ঞ্চেস্টার সিটি মুখোমুখি বার্নলের। লিভারপুলের লড়াই ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। শেষ তিনটি ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে। লা লিগায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদের। খেলা সন্ধ্যা ৭:৪৫ থেকে।

News of the Day Weather Update UN S jaishankar Asia Cup India vs Pakistan India Vs New Zealand India Women Cricket team EPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy