উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সটান সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস অঠাওয়ালে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিফ আরপিআই দলের প্রধান তিনি। পশ্চিমবঙ্গের এক তরুণীকে উত্তরপ্রদেশের থানায় হেনস্থার অভিযোগ তাঁর কানে যায়। সে রাজ্যের পুলিশের আচরণ শুনে ক্ষুব্ধ হয়ে যোগীকে চিঠি লেখার সিদ্ধান্ত নেন রামদাস। চিঠিতে ঘটনার কথা জানিয়ে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে তিনি পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন।
সোনারপুরের নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা পুনিতা যাদব। অভিযোগ, তাঁর বন্ধু রঞ্জেশ যাদব উত্তরপ্রদেশের রাস্তায় পুলিশের হাতে নিগৃহীত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে সেই সংক্রান্ত অভিযোগ জানাতে অম্বেডকর নগরের কাটকা থানায় গিয়েছিলেন পুনিতা। সেখান থেকে সাড়া না পেয়ে অম্বেডকর নগরের পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অভিযোগ, কোনও জায়গা থেকেই সাহায্য মেলেনি। এখনও দায়ের হয়নি এফআইআর।
আরও পড়ুন:
যোগীকে লেখা চিঠির সঙ্গে পুনিতার অভিযোগপত্রটিও পাঠিয়েছেন অঠাওয়ালে। সেখানে তিনি লিখেছেন, ‘‘পুনিতার বন্ধু রঞ্জেশের সঙ্গে অন্যায় হয়েছে। সেই অভিযোগ জানাতে পুনিতারা এসপি, সহকারী এসপি-র সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু এখনও পুলিশ কিছু করেনি। কাটকা থানায় যে পুলিশকর্মী পুনিতার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, চান পুনিতা। আপনাকে বিষয়টি দেখতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করছি।’’
জন্মসূত্রে উত্তরপ্রদেশের কন্যা পুনিতা সোনারপুরে যাঁর স্নেহচ্ছায়ায় থাকেন, তিনি রাজ্য পুলিশের অতির্কিত পুলিশ সুপার শান্তি দাস। অভিযোগ, বাসে করে আজ়মগড় থেকে দিল্লি যাওয়ার পথে পুনিতার বন্ধু রঞ্জেশের সঙ্গে বচসা হয় এক যুবকের। পরে তাঁকে বাস থেকে নামিয়ে মারধর করেন ওই যুবকের পরিচিত এক পুলিশকর্মী। এমনকি, রঞ্জেশের কাছ থেকে দেড় লক্ষ নগদ টাকাও কেড়ে নেওয়া হয়। ভেঙে যায় তাঁর নাকের হাড়। এর পর বন্ধুকে নিয়ে থানায় গেলে পুনিতাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁরা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত (ওবিসি) হওয়ায় জাত তুলেও গালিগালাজ করা হয়। উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ জানাতে এর পরে শান্তি নিজস্ব সূত্র কাজে লাগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অঠাওয়ালের সঙ্গে যোগাযোগ করেন এবং গোটা ঘটনা তাঁকে জানান। সেখান থেকে পুনিতার চিঠি পৌঁছেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে। উত্তরপ্রদেশে পিছিয়ে-পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নতুন নয়। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক তরুণী তার শিকার হয়েছেন। ঘটনাটি ব্যাখ্যা করে শান্তি বলেন, ‘‘আমাদের একটা রাজ্যের পরেই উত্তরপ্রদেশ। সেখানে পুলিশ এই ধরনের আচরণ কেন করবে! এত দিন ধরে এ ভাবে পুনিতাদের হেনস্থা করা হচ্ছে! কেউ অভিযোগ নিতে বা পদক্ষেপ করতেই চাইছে না। এমনকি, যেখানে ঘটনাটি ঘটেছে, ওরা সেই বাসের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেনি। তাই বাধ্য হয়ে আমরাই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি।’’