Advertisement
২০ এপ্রিল ২০২৪
Vegetables

বাজার খোলার সময় কম, নষ্ট হচ্ছে প্রচুর সব্জি, মাথায় হাত বর্ধমানের ব্যবসায়ীদের

বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার, স্টেশন বাজার, নীলপুর, উদয়পল্লি সব বাজারের ব্যবসায়ীদের হাল একই।

নষ্ট হচ্ছে প্রচুর সব্জি

নষ্ট হচ্ছে প্রচুর সব্জি নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৬:৩৮
Share: Save:

রাজ্যে কার্যত লকডাউনের জেরে বাজার খুলে রাখার সময় কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন সব্জি ব্যবসায়ীরা। প্রতিদিন গাদা গাদা সব্জি নষ্ট হচ্ছে। তার মধ্যে ১৫ জুন পর্যন্ত রাজ্যে বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে দেওয়ায় বেশ সঙ্কটে ব্যবসায়ীরা। বিশেষ করে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন সব্জি বিক্রেতারা। এই নিয়ে মুখ খুললেন বর্ধমান শহরের সব্জি ব্যবসায়ীরা।

বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার, স্টেশন বাজার, নীলপুর, উদয়পল্লি-- সব বাজারের ব্যবসায়ীদের হাল একই। পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি খুচরো সব্জি বিক্রেতারাও সমস্যায় পড়ছেন। প্রতিদিনের সব্জি বিক্রি না হওয়ায় লোকসানের সম্মুখীন হচ্ছেন তাঁরা।

তেঁতুলতলা বাজারের পাইকারি সব্জি বিক্রেতা শেখ স্বপন বলেন, ‘‘এই ভাবেই কাঁচা সব্জি প্রতিদিন নষ্ট হয়ে যাওয়ায় সব্জির দাম বাড়ছে। পটল, ঝিঙে, টম্যাটো থেকে লঙ্কা, সব সব্জিরই দাম বাড়ছে। ফলে সাধারণ ক্রেতারা পড়ছেন সব থেকে বেশি সমস্যায়।’’

স্বপন আরও বলেন, ‘‘পাইকারি ব্যবসায়ী থেকে খুচরো ব্যবসায়ী, সবাই চান বাজারের সময় বাড়ানো হোক। সকাল ৭টা থেকে বেলা ১০টার পরিবর্তে বেলা ১২টা পর্যন্ত করা হোক। তা হলে অনেকটাই সুরাহা হবে।’’

নীলপুর বাজারের খুচরো সব্জি ব্যবসায়ী রতন দাস বলেন, ‘‘ব্যবসা প্রতিদিনই মার খাচ্ছে। বিক্রি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সংসার চালানোয় সমস্যা হচ্ছে। দোকান খুলে মাল সাজাতেই আধ ঘণ্টার বেশি সময় লাগে। ১০টায় দোকান বন্ধ করতে হচ্ছে। সারাদিন মেরেকেটে এক ঘন্টার বেশি ব্যবসা করা যাচ্ছে না। এই অবস্থা চললে অনেক সব্জি ব্যবসায়ী দোকান বন্ধ করে দিতে বাধ্য হবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vegetables Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE